বুধবার থেকে শিল্পে বাড়তি ১৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ

- আপডেট সময় ১২:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
বুধবার থেকে শিল্প খাতে দৈনিক আরও ১৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই সুখবরটি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পেট্রোবাংলার উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, গত বছরের প্রথম চার মাসের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে শিল্পে ২১ শতাংশ বাড়তি গ্যাস সরবরাহ করা হয়েছে।
গত বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দিনে গড়ে ৮২ কোটি ৩০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। কিন্তু এবার সেই গড় বেড়ে দাঁড়িয়েছে ৯৯ কোটি ৭০ লাখ ঘনফুট।
বিশেষ করে, গত বছরের এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের এপ্রিলে গ্যাস সরবরাহ প্রায় ৫০ শতাংশ বেড়েছে! গত বছরের এপ্রিলে দিনে গড়ে ৭২ কোটি ৬০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ হলেও, এই বছর এপ্রিলে তা বেড়ে হয়েছে ১০৮ কোটি ৮০ লাখ ঘনফুট। এটি নিঃসন্দেহে শিল্প উৎপাদন বাড়ানোর জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।
শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে অন্যতম হলো, গত বছরের তুলনায় এবার ছয়টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো বেশি আমদানির ব্যবস্থা করা হয়েছে। এই এলএনজির আমদানি মূল্য প্রতি ঘনমিটার ৬৫ টাকা।
তবে শিল্প খাতে এর দাম রাখা হচ্ছে মাত্র ৩০ টাকা, আর শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুতের ক্ষেত্রে দাম ৩১ টাকা ৫০ পয়সা। এর মানে হলো, অতিরিক্ত গ্যাস সরবরাহের জন্য প্রতি ঘনমিটারে সরকারকে প্রায় ৩৫ টাকা ভর্তুকি দিতে হচ্ছে।
এর আগে গত রবিবার (২৫শে মে) ব্যবসায়ী নেতারা এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, রপ্তানি খাতের প্রতিষ্ঠানগুলোকে গ্যাস সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। বরং, রপ্তানি আয়ের মূল উৎস এমন অনেক প্রতিষ্ঠান গ্যাসের অভাবে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালাতে পারছে না। তারা অভিযোগ করেছিলেন, অধিকাংশ টেক্সটাইল মিল এবং পোশাক কারখানায় গ্যাসের শূন্য চাপ দেখা যাচ্ছে।