ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

আল-আকসা মসজিদে ইসরায়েলি উগ্রপন্থীদের হামলা 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৩:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / ২৬৬ বার পড়া হয়েছে

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে উগ্রপন্থী ইসরায়েলিরা। গতকাল সোমবার (২৬শে মে) এই ঘটনা ঘটেছে, যা জেরুজালেম দিবসের উদযাপনকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল সোমবার জেরুজালেম দিবস উপলক্ষে একটি মিছিল চলছিল।

এই মিছিল থেকেই হঠাৎ করে আল-আকসা মসজিদের প্রাঙ্গণ এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যালয়ে ঢুকে পড়ে উগ্রপন্থী ইসরায়েলিরা। এরপর তারা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালায়।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেরুজালেমের পুরোনো শহরের অলিগলি এবং মুসলিম-অধ্যুষিত এলাকার ভেতর দিয়ে মিছিল করার সময় কিছু ইসরায়েলিকে ‘আরবদের মৃত্যু হোক’ এবং ‘তোমাদের গ্রাম জ্বলে যাক’ বলে উসকানিমূলক স্লোগান দিতে দেখা গেছে। এই ধরনের বিদ্বেষমূলক স্লোগান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

এই হামলার ঘটনাটি ঘটেছে ইসরায়েলের ‘জেরুজালেম দিবস’ উদযাপনের দিন। প্রতি বছর ২৬ মে ইসরায়েলে এই দিবসটি একটি বার্ষিক ছুটি হিসেবে পালিত হয়, যা ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের পূর্ব জেরুজালেম দখলের স্মরণে পালিত হয়।

তখন থেকেই শহরটি ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। এই দিনটিতে ঐতিহ্যগতভাবে একটি মিছিল বের করা হয়, যা প্রায়শই ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষের জন্ম দেয়।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণ মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। এটি মুসলিম ও ইহুদি উভয় সম্প্রদায়ের কাছেই অত্যন্ত পবিত্র স্থান। এই প্রাঙ্গণে ইসরায়েলিদের অনুপ্রবেশ এবং ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা আন্তর্জাতিক মহলে নিন্দা ও উদ্বেগের সৃষ্টি করেছে। এমন ঘটনা মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এবং শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করে।

নিউজটি শেয়ার করুন

আল-আকসা মসজিদে ইসরায়েলি উগ্রপন্থীদের হামলা 

আপডেট সময় ০৩:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে উগ্রপন্থী ইসরায়েলিরা। গতকাল সোমবার (২৬শে মে) এই ঘটনা ঘটেছে, যা জেরুজালেম দিবসের উদযাপনকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল সোমবার জেরুজালেম দিবস উপলক্ষে একটি মিছিল চলছিল।

এই মিছিল থেকেই হঠাৎ করে আল-আকসা মসজিদের প্রাঙ্গণ এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যালয়ে ঢুকে পড়ে উগ্রপন্থী ইসরায়েলিরা। এরপর তারা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালায়।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেরুজালেমের পুরোনো শহরের অলিগলি এবং মুসলিম-অধ্যুষিত এলাকার ভেতর দিয়ে মিছিল করার সময় কিছু ইসরায়েলিকে ‘আরবদের মৃত্যু হোক’ এবং ‘তোমাদের গ্রাম জ্বলে যাক’ বলে উসকানিমূলক স্লোগান দিতে দেখা গেছে। এই ধরনের বিদ্বেষমূলক স্লোগান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

এই হামলার ঘটনাটি ঘটেছে ইসরায়েলের ‘জেরুজালেম দিবস’ উদযাপনের দিন। প্রতি বছর ২৬ মে ইসরায়েলে এই দিবসটি একটি বার্ষিক ছুটি হিসেবে পালিত হয়, যা ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের পূর্ব জেরুজালেম দখলের স্মরণে পালিত হয়।

তখন থেকেই শহরটি ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। এই দিনটিতে ঐতিহ্যগতভাবে একটি মিছিল বের করা হয়, যা প্রায়শই ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষের জন্ম দেয়।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণ মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। এটি মুসলিম ও ইহুদি উভয় সম্প্রদায়ের কাছেই অত্যন্ত পবিত্র স্থান। এই প্রাঙ্গণে ইসরায়েলিদের অনুপ্রবেশ এবং ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা আন্তর্জাতিক মহলে নিন্দা ও উদ্বেগের সৃষ্টি করেছে। এমন ঘটনা মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এবং শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করে।