মঞ্চে নাচতে নাচতে পড়ে গেলেন শাকিরা !

- আপডেট সময় ০৩:৫০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ২৬০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক পপতারকা শাকিরা মঞ্চে পারফর্ম করার সময় নাচতে নাচতে হঠাৎ পড়ে গিয়েও যেভাবে পরিস্থিতি সামলে নিয়েছেন, তা দেখে মুগ্ধ তার কোটি কোটি ভক্ত। সম্প্রতি কানাডার মন্ট্রিলের এক কনসার্টে এই ঘটনা ঘটে।
সংগীত সফরের অংশ হিসেবে বর্তমানে বিশ্বভ্রমণ করছেন শাকিরা। তার এই সফরের নাম ‘লাস মুহেরেস ইয়া নো লোরান’ অর্থাৎ ‘মেয়েরা আর কাঁদবে না’।
গত ২০শে মে, ২০২৫ তারিখে মন্ট্রিলের সেই কনসার্টে দর্শকরা ভিড় জমিয়েছিলেন শাকিরার মনোমুগ্ধকর পরিবেশনা দেখতে।
মঞ্চে তখন শাকিরা গাইছিলেন তার সুপারহিট গান ‘হোয়েনএভার, হোয়ারএভার’। নেচে-গেয়ে তিনি দর্শকদের মাতিয়ে তুলেছিলেন। তারই মাঝে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। নাচতে নাচতে ভারসাম্য হারিয়ে হঠাৎ মঞ্চেই পড়ে যান তিনি।
দর্শক আসনে তখন মুহূর্তের জন্য হা-হুতাশ! কিন্তু পড়ে গিয়েও এক মুহূর্তের জন্যও দেরি করেননি শাকিরা। যেন কিছুই ঘটেনি, এমনই এক ভাব নিয়ে উঠে দাঁড়ালেন এবং পুনরায় মনোযোগ দিলেন গানে। তার এই পেশাদারিত্ব দেখে সবাই বিস্মিত!
এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শাকিরার অনুরাগীরা প্রথমদিকে কিছুটা চিন্তিত হলেও, মঞ্চে তার দ্রুত ‘প্রত্যাবর্তন’ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ভক্তদের মুখে একটাই কথা – “শাকিরাই সেরা!”
নেটদুনিয়ায় অনুরাগীদের কেউ লিখেছেন, “শাকিরা সবসময় সেরা”। কারও মন্তব্য, “আপনার শক্তিই আপনার সৌন্দর্য।” কেউ আবার লিখেছেন, “পেশাদারিত্ব কাকে বলে, তার চূড়ান্ত নিদর্শন দেখালেন তিনি। আশা করি, পড়ে গিয়েও তিনি সুস্থ আছেন।”
গত বছরের এপ্রিলে শাকিরা তার ‘লাস মুহেরেস ইয়া নো লোরান’ সফরের ঘোষণা দেন। একই নামের একটি অ্যালবাম মুক্তির পরপরই এই সফর চূড়ান্ত করেন তিনি।
এই নতুন অ্যালবামের গানগুলোতে শাকিরা তার ব্যক্তিগত যন্ত্রণার অধ্যায় পেরিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন, যা তার গানের গভীরতা এবং আবেদনকে আরও বাড়িয়ে তুলেছে।