নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি

- আপডেট সময় ০৬:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ২৬৭ বার পড়া হয়েছে
গত ২৪ মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপিও সেই বৈঠকে অংশ নেয়। কিন্তু এই বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের বক্তব্য এবং পরবর্তীতে উপদেষ্টাদের বিবৃতি নিয়ে বিএনপি হতাশ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই হতাশার কথা জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে, তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কোনো সুস্পষ্ট রোডম্যাপের ঘোষণা না থাকায় বিএনপি হতাশ হয়েছে।
ড. মোশাররফ হোসেন আরও স্পষ্ট করে বলেছেন যে, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনও চায় না।
তবে তারা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছেন। বিএনপি মনে করে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একই সাথে চলতে পারে।
তিনি এও উল্লেখ করেন যে, পতিত ফ্যাসিবাদী শক্তির এবং ব্যক্তির অর্থাৎ দল এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের যে বিবৃতি জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। তিনি অভিযোগ করেন, সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতি এবং দুর্বলতার কারণে জনমনে সংশয় ও সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক।
বিভিন্ন মহলের অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি-দাওয়া এবং এখতিয়ারবহির্ভূত বক্তব্য সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকার তুলেছে, সেটা মূলত সরকারেরই নিজস্ব অর্জন।
উপদেষ্টা পরিষদের বিবৃতিতে ‘পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হচ্ছে’ বলে যে অভিযোগ করা হয়েছে, তার জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যথাসিগগিরই একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। আর সেই লক্ষ্য অর্জনের জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করা জরুরি, এর কোনো বিকল্প নেই।
ড. মোশাররফ হোসেন আরও বলেন, দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন।
তিনি মনে করেন, জুলাই মাসের ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশাকে ধারণ করে অতিশীঘ্রই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা অতি জরুরি। এই লক্ষ্যে বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে।