মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ২৭০০, উদ্ধারকাজ চলছে

- আপডেট সময় ০৬:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট : মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে। দেশটির জান্তা সরকার মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পে গুরুতর আহত হয়েছেন আরও ৪ হাজার ৫২১ জন, নিখোঁজ রয়েছেন ৪৪১ জন।
ভয়াবহ ক্ষয়ক্ষতি, আশ্রয়হীন মানুষ : শক্তিশালী এই ভূমিকম্পে বহু ভবন ও স্থাপনা ধসে পড়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে সাগাইং ও মান্দালে অঞ্চল বিশেষভাবে বিপর্যস্ত।
জাতিসংঘের এক কর্মকর্তা জানান, মান্দালয়ের একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয় ধসে পড়ে ৫০ শিশু ও ২ জন শিক্ষক নিহত হয়েছেন।
উদ্ধারকাজ ও জরুরি সহায়তার আহ্বান : আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) জানিয়েছে, মান্দালয়ের মতো এলাকাগুলোর ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্রয়, খাবার, পানি ও ওষুধ জরুরি ভিত্তিতে প্রয়োজন।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ও আতঙ্কিত জনগণ : শুক্রবার স্থানীয় সময় দুপুরে সাগাইং অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি হয়। এর কম্পন মিয়ানমারের আশপাশের দেশগুলোতেও অনুভূত হয়েছে।
আইআরসির এক কর্মী বলেন, “ভূমিকম্পের পর থেকে মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা পরাঘাতের (আফটারশক) ভয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বা খোলা জায়গায় রাত কাটাচ্ছেন।”
জাতীয় শোক ঘোষণা : ভূমিকম্পে নিহতদের স্মরণে মিয়ানমারে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে ৬ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এ ছাড়া, জান্তা সরকারের আহ্বানে আজ স্থানীয় সময় দুপুর ১২:৫১ মিনিটে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ঠিক এই সময়েই শুক্রবার ভয়াবহ ভূমিকম্পটি আঘাত হেনেছিল।