করাচির কারাগার থেকে ভূমিকম্প আতঙ্কে ২১৬ বন্দির পলায়ন

- আপডেট সময় ০১:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ৩০২ বার পড়া হয়েছে
পাকিস্তানের করাচিতে ভূমিকম্পের আতঙ্কে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে মালি কারাগার থেকে পালিয়েছে ২১৬ জন বন্দি। গত সোমবার রাতে পাকিস্তানের করাচির মালির জেলে ভূমিকম্পের কারণে নিরাপত্তার জন্য বন্দিদের ব্যারাক থেকে বের করা হয়।
এ সময় বিশৃঙ্খলার সুযোগে প্রায় ৬০০ বন্দির মধ্যে ২১৬ জন মূল ফটক দিয়ে পালিয়ে যায়। জেল সুপারিনটেনডেন্ট আরশাদ শাহ জানান, এখন পর্যন্ত ৮০ জনের বেশি বন্দিকে পুনরায় আটক করা হয়েছে, তবে ১৩৫ জন এখনও পলাতক।
সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল-হাসান লাঞ্জার বলেন, পলাতকদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বাড়ি ও আশপাশের এলাকায় অভিযান চলছে। তিনি জানান, এ ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি থাকতে পারে। এজন্য তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইন্সপেক্টর জেনারেল গোলাম নবী মেমন জানান, মালির জেলের অধিকাংশ বন্দি মাদক সংক্রান্ত মামলায় আটক, এবং তাদের মধ্যে অনেকেই মানসিক রোগে ভুগছেন।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে গত ২৪ ঘণ্টায় ছয়টি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৩.২ থেকে ৩.৬। এই কম্পনের কারণে জেলে আতঙ্ক ছড়ায়, যা এই পলায়নের ঘটনাকে ত্বরান্বিত করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পলাতক বন্দিরা রাস্তায় দৌড়াচ্ছে, কেউ কেউ হাসছে, আবার কেউ জেলে কাটানো বছরের কথা বলছে।