কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ

- আপডেট সময় ০৩:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / ৩৩৮ বার পড়া হয়েছে
কুমিল্লা সীমান্তের চৌদ্দগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৭৪টি অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মোবাইল ফোনের বাজারমূল্য আনুমানিক ৮৬ লাখ টাকা।
উপজেলার সোনাপুর এলাকা থেকে সোমবার (২ জুন) রাতে শিবের বাজার বিওপির অধীনে একটি বিশেষ টহলদল এসব মালামাল জব্দ করে।
কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সোনাপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় একটি ইজিবাইকসহ ২৭৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলের মধ্যে ১৮১টি নতুন ও ৯৩টি পুরাতন রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ ৫৯ হাজার ২৭৪ টাকা।
তিনি আরও জানান, কাস্টমস কর্তৃপক্ষের কাছে জব্দকৃত মোবাইল ফোনগুলো হস্তান্তর করা হয়েছে। চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের অভিযান অব্যাহত থাকবে।