ভারতের বিমান দুর্ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ০৭:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / ২৮৮ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা ড. ইউনূস ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে দেওয়া ওই শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আহমেদাবাদে ২৪২ জন যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা স্তব্ধ।
তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় যে সকল পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই কঠিন সময়ে ভারত সরকারের ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সম্পূর্ণ সহমর্মিতা রইল। বাংলাদেশ সবসময় ভারতের পাশে আছে।