ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

    স্ত্রীর শোকে না ফেরার দেশে স্বামী

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
    • / ২৫৩ বার পড়া হয়েছে

    ভালোবাসা শুধু জীবনের গল্প নয় কখনও কখনও তা মৃত্যুরও অমর সাক্ষী হয়ে থাকে।

    নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী গ্রামে ঘটেছে এমনই এক হৃদয়স্পর্শী ঘটনা।

    স্ত্রীর মৃত্যুর মাত্র ১১ ঘণ্টা পর প্রাণ হারিয়েছেন তার আজীবনের সঙ্গী স্বামী।

    নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী গ্রাম আজ শোকের ভারে নত এই জনপদ।

    সারা গ্রাম যেন স্তব্ধ, শুধু বাতাসে ভেসে আসছে কান্নার শব্দ। কারণ,

    একদিনেই হারিয়েছে গ্রামের সবচেয়ে প্রিয় এক দম্পতিকে জলিলুর রহমান জলিল মাস্টার ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে।

    গতকাল শুক্রবার, দুপুর ১টা ২৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আঞ্জুয়ারা বেগম, বয়স ৬৫বছর।

    স্ত্রীর মৃত্যু সহ্য করতে না পেরে ভেঙে পড়েন স্বামী জলিলুর রহমান জলিল, বয়স ৭৫বছর।

    বিকেল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত রাত ১২টা ২৫ মিনিটে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    একদিনে একই ঘরে দুটি মৃত্যু এক ভালোবাসার গল্পের অবিশ্বাস্য সমাপ্তি।

    দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবনে ছিলেন একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। একসঙ্গে হাঁটতেন, হাসতেন। যেন জীবনের শেষ লড়াইটাও তাঁরা একসঙ্গেই শেষ করলেন।

    স্থানীয় বাসিন্দারা বলছেন ওদের ভালোবাসা ছিল নিখাদ। একে অপর ছাড়া কিছুই ভাবতে পারতেন না।

    মনে হয়, একজন চলে যাওয়ার পর অন্যজনের আর বাঁচার শক্তি ছিল না।”দম্পতির ছেলে রাকিবুল হাসান রকি এখন সম্পূর্ণ ভেঙে পড়েছেন।

    তিনি বলেন,মা হঠাৎই মারা গেলেন। বাবা তখনও ঠিক ছিলেন। কিন্তু মায়ের মৃত্যুর পর তিনি একদম চুপ হয়ে গেলেন। হাসপাতালে নেওয়ার পর আর ফেরেননি। মা-বাবা দুজনকেই একসঙ্গে হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম।

    আজ সকালে গ্রামের কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় এই দম্পতিকে।

    এখন তাদের ঘরে পাশাপাশি রাখা দুটি খালি বিছানা আর দুটি কফিন যেন নিঃশব্দে বলছে জীবনভর একসঙ্গে থেকেছি, মৃত্যুতেও আলাদা হইনি।

    নিউজটি শেয়ার করুন

    স্ত্রীর শোকে না ফেরার দেশে স্বামী

    আপডেট সময় ০৫:০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

    ভালোবাসা শুধু জীবনের গল্প নয় কখনও কখনও তা মৃত্যুরও অমর সাক্ষী হয়ে থাকে।

    নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী গ্রামে ঘটেছে এমনই এক হৃদয়স্পর্শী ঘটনা।

    স্ত্রীর মৃত্যুর মাত্র ১১ ঘণ্টা পর প্রাণ হারিয়েছেন তার আজীবনের সঙ্গী স্বামী।

    নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী গ্রাম আজ শোকের ভারে নত এই জনপদ।

    সারা গ্রাম যেন স্তব্ধ, শুধু বাতাসে ভেসে আসছে কান্নার শব্দ। কারণ,

    একদিনেই হারিয়েছে গ্রামের সবচেয়ে প্রিয় এক দম্পতিকে জলিলুর রহমান জলিল মাস্টার ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে।

    গতকাল শুক্রবার, দুপুর ১টা ২৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আঞ্জুয়ারা বেগম, বয়স ৬৫বছর।

    স্ত্রীর মৃত্যু সহ্য করতে না পেরে ভেঙে পড়েন স্বামী জলিলুর রহমান জলিল, বয়স ৭৫বছর।

    বিকেল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত রাত ১২টা ২৫ মিনিটে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    একদিনে একই ঘরে দুটি মৃত্যু এক ভালোবাসার গল্পের অবিশ্বাস্য সমাপ্তি।

    দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবনে ছিলেন একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। একসঙ্গে হাঁটতেন, হাসতেন। যেন জীবনের শেষ লড়াইটাও তাঁরা একসঙ্গেই শেষ করলেন।

    স্থানীয় বাসিন্দারা বলছেন ওদের ভালোবাসা ছিল নিখাদ। একে অপর ছাড়া কিছুই ভাবতে পারতেন না।

    মনে হয়, একজন চলে যাওয়ার পর অন্যজনের আর বাঁচার শক্তি ছিল না।”দম্পতির ছেলে রাকিবুল হাসান রকি এখন সম্পূর্ণ ভেঙে পড়েছেন।

    তিনি বলেন,মা হঠাৎই মারা গেলেন। বাবা তখনও ঠিক ছিলেন। কিন্তু মায়ের মৃত্যুর পর তিনি একদম চুপ হয়ে গেলেন। হাসপাতালে নেওয়ার পর আর ফেরেননি। মা-বাবা দুজনকেই একসঙ্গে হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম।

    আজ সকালে গ্রামের কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় এই দম্পতিকে।

    এখন তাদের ঘরে পাশাপাশি রাখা দুটি খালি বিছানা আর দুটি কফিন যেন নিঃশব্দে বলছে জীবনভর একসঙ্গে থেকেছি, মৃত্যুতেও আলাদা হইনি।