নতুন মামলায় পলক-মনুসহ চারজনকে গ্রেফতার দেখালো আদালত

- আপডেট সময় ০৩:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা দুই পৃথক মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, সাবেক ডেপুটি পুলিশ কমিশনার শহিদুল্লাহ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। ওই দিন চার আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে যাত্রাবাড়ী থানায় ফরিদ আহমেদ হত্যা মামলায় পলক ও মনুকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুল হাসান।
একইসঙ্গে আব্দুর রাজ্জাক হত্যা চেষ্টা মামলায় শহিদুল্লাহ ও আবুল হাসানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন অপর তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. নাহিদ হোসেন খান। শুনানি শেষে আদালত উভয় মামলায় চারজনকেই গ্রেফতার দেখানোর আদেশ দেন। হত্যার অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, গত বছরের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’-এর সময় যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ওপরে ছাত্র-জনতার একটি মিছিলে যোগ দেন ফরিদ আহমেদ। সে সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি এবং হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় চলতি বছরের ২৩ এপ্রিল যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
অন্যদিকে, একইদিন দুপুরে আব্দুর রাজ্জাক নামে আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হলেও মামলা দায়েরের জন্য তিনি থানায় গেলে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর গত ২৪ মার্চ তিনি আদালতে গিয়ে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। এই দুটি মামলায় পলক, মনু, শহিদুল্লাহ ও আবুল হাসানকে আসামি করা হয় এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী আদালত তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর আদেশ দেন।