ইন্টারপোলের ‘রেড নোটিশ’: সাবেক আইজিপি বেনজীর তালিকাভুক্ত

- আপডেট সময় ০৪:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ২৭৪ বার পড়া হয়েছে
এবার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে।
গত ১০ এপ্রিল এই নোটিশ জারি করা হয়, যা তাকে আন্তর্জাতিক পর্যায়ে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন জারি হলো রেড নোটিশ?
– পুলিশ সদর দপ্তরের এনসিবি (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো) শাখা আদালতের নির্দেশনা ও রাষ্ট্রপক্ষের অনুরোধে ইন্টারপোলে আবেদন করেছিল।
– বেনজীর আহমেদসহ মোট ১২ জনের বিরুদ্ধে এই আবেদন করা হয়, যার পরিপ্রেক্ষিতে ইন্টারপোল রেড নোটিশ জারি করে।
– রেড নোটিশ জারি হওয়ায় এখন আন্তর্জাতিকভাবে তাকে গ্রেফতারের প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে।
বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক ছিলেন এবং সরকারের আমলে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত মামলা চলছে।
ইন্টারপোলের রেড নোটিশের ফলে বেনজীর আহমেদ বিদেশে অবস্থান করলে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে। তবে, তিনি যদি বাংলাদেশেই থাকেন, তাহলে স্থানীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।