ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

সিভিল ড্রেসে আসামি গ্রেফতারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ২৭১ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ সদস্যদের সিভিল ড্রেসে আসামি গ্রেফতার করতে নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি পুলিশে তেলবাজি ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টাকে কঠোর ভাষায় নিন্দা জানিয়ে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেন।

মঙ্গলবার যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এ ঘোষণা দেন। তিনি বলেন, পুলিশ প্রশাসনকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে কমিউনিটি পুলিশিং জোরদার করতে হবে।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে জোর তৎপরতা চালানোর নির্দেশ দেন। পাশাপাশি জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের কঠোর নজরদারিতে রাখতে হবে বলেও তিনি জানান।

মাদকবিরোধী অভিযান জোরদার করতে পুলিশ সদস্যদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে অ্যাকশন না নিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি থাকবে না। নিয়োগ ও বদলি বাণিজ্য বন্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার পাশাপাশি ওসিদের ঘুষ নেওয়া বন্ধ করতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা হাস্যরস করে বলেন, “আমি উপদেষ্টা হওয়ার পর আমার অজানা আত্মীয়-স্বজনের সংখ্যা বেড়ে গেছে। কেউ আমার নামে তদবির করলে প্রথমে চা-নাস্তা খাওয়াবেন, তারপর তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।”

মতবিনিময় সভায় খুলনা বিভাগের ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা যশোরের ভবদহ এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সমস্যা শোনেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিভিল ড্রেসে আসামি গ্রেফতারে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৫:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ সদস্যদের সিভিল ড্রেসে আসামি গ্রেফতার করতে নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি পুলিশে তেলবাজি ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টাকে কঠোর ভাষায় নিন্দা জানিয়ে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেন।

মঙ্গলবার যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এ ঘোষণা দেন। তিনি বলেন, পুলিশ প্রশাসনকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে কমিউনিটি পুলিশিং জোরদার করতে হবে।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে জোর তৎপরতা চালানোর নির্দেশ দেন। পাশাপাশি জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের কঠোর নজরদারিতে রাখতে হবে বলেও তিনি জানান।

মাদকবিরোধী অভিযান জোরদার করতে পুলিশ সদস্যদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে অ্যাকশন না নিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি থাকবে না। নিয়োগ ও বদলি বাণিজ্য বন্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার পাশাপাশি ওসিদের ঘুষ নেওয়া বন্ধ করতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা হাস্যরস করে বলেন, “আমি উপদেষ্টা হওয়ার পর আমার অজানা আত্মীয়-স্বজনের সংখ্যা বেড়ে গেছে। কেউ আমার নামে তদবির করলে প্রথমে চা-নাস্তা খাওয়াবেন, তারপর তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।”

মতবিনিময় সভায় খুলনা বিভাগের ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা যশোরের ভবদহ এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সমস্যা শোনেন।