‘কোনো বিপ্লব ৩৬ দিনে হয় না’, বললেন রুমিন ফারহানা

- আপডেট সময় ০৬:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ২৭৯ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কোনো অভ্যুত্থান বা বিপ্লব ৩৬ দিনে হয় না।
এ জন্য বছরের পর বছর সংগ্রাম ও আত্মত্যাগ প্রয়োজন। মঙ্গলবার গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, “কেউ যদি মনে করেন অল্প কয়েক দিনের আন্দোলনে শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে, তারা বোকার স্বর্গে বাস করছেন।
এটি বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফল। গণবিস্ফোরণের মুখেই হাসিনা পালিয়েছেন।” তিনি আরও যোগ করেন, “আওয়ামী লীগ গত ১৫ বছরে যত পাপ করেছে, তার বিচার আগামী ১০০ বছর চলবে। বিএনপি গত ১৫ বছর মাটি ছাড়েনি, ভবিষ্যতেও ছাড়বে না।”
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের ৫০০ এর বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।