ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

দিন শেষে বাংলাদেশকে লড়াইয়ে ফেরালো মিরাজ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:৫৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ২৯৩ বার পড়া হয়েছে

টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ চার বিরতি শেষে মাঠে নেমে দুই ওভারে দুই উইকেট শিকার করেন। তার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ কিছুটা হলেও লড়াইয়ে ফিরেছে। তবে এমন সময় বৃষ্টি হওয়ায় আপাতত খেলা বন্ধ আছে।

জিম্বাবুয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৪ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে। জয়ের বন্দরে পৌঁছাতে তাদের তাদের করতে হবে আরও ৪১ রান। হাতে আছে ৬ উইকেট।

এর আগে জিম্বাবুয়ে মাত্র ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত শুরু পায়। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান রীতিমতো ঝড় তোলেন! শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন বেনেট। প্রথম ইনিংসেও নতুন বলে কাউন্টার অ্যাটাককে বেছে নিয়েছিলেন তিনি। এবারও হাঁটলেন একই পথে। তাতে এবারও সফল।

বেনেটের থেকে কিছুটা ধীরগতির ব্যাটিং করছিল আরেক ওপেনার কারানে। তবে বাংলাদেশি বোলারদের খেলতে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি। দুর্দান্ত ব্যাটিং করলেও ফিফটি পাওয়ার আগেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

মেহেদি আহসান মিরাজ ইনিংসের ২১তম ওভারে কারানকে ফেরান। ডানহাতি এই অফ স্পিনারের ফুল লেংথের বল লং অনের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ধরা পড়েন কারান। ৭৫ বলে ৪৪ রান করেছেন এই ওপেনার। তার বিদায়ে ভাঙে ৯৫ রানের উদ্বোধনী জুটি।

মিরাজের পর ব্রেকথ্রু দিয়েছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। ২৬তম ওভারের শেষ বলটি মিডল স্টাম্পের অপর করেছিলেন এই বাঁহাতি স্পিনার। সেখানে টার্নের আশায় ব্যাট পেতেছিলেন নিক ওয়েলচ। তবে বল সোজা আঘাত হানে তার পায়ে। সাজঘরে ফেরার আগে ১৯ বলে ১০ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।

২ উইকেটে ১১৭ রান নিয়ে চতুর্থ দিনের চা বিরতিতে যায় জিম্বাবুয়ে। বিরতির পর জ্বলে উঠেন মিরাজ। ৩১তম ওভারের প্রথম বলে শান্তর হাতে ক্যাচ দিয়েছেন উইলিয়ামস। মিরাজের বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৩ বলে ৯ রান।

নিজের পরের ওভারেও উইকেট পেয়েছেন মিরাজ। এবার তার শিকার বেনেট। ইনিংসের শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করা এই ওপেনার বড় শট খেলতে গিয়েই ধরা পড়েন। লং অনে মুশফিকের তালুবন্দি হওয়ার আগে ৮১ বলে করেছেন ৫৪ রান।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দিন শেষে বাংলাদেশকে লড়াইয়ে ফেরালো মিরাজ

আপডেট সময় ০৫:৫৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ চার বিরতি শেষে মাঠে নেমে দুই ওভারে দুই উইকেট শিকার করেন। তার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ কিছুটা হলেও লড়াইয়ে ফিরেছে। তবে এমন সময় বৃষ্টি হওয়ায় আপাতত খেলা বন্ধ আছে।

জিম্বাবুয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৪ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে। জয়ের বন্দরে পৌঁছাতে তাদের তাদের করতে হবে আরও ৪১ রান। হাতে আছে ৬ উইকেট।

এর আগে জিম্বাবুয়ে মাত্র ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত শুরু পায়। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান রীতিমতো ঝড় তোলেন! শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন বেনেট। প্রথম ইনিংসেও নতুন বলে কাউন্টার অ্যাটাককে বেছে নিয়েছিলেন তিনি। এবারও হাঁটলেন একই পথে। তাতে এবারও সফল।

বেনেটের থেকে কিছুটা ধীরগতির ব্যাটিং করছিল আরেক ওপেনার কারানে। তবে বাংলাদেশি বোলারদের খেলতে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি। দুর্দান্ত ব্যাটিং করলেও ফিফটি পাওয়ার আগেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

মেহেদি আহসান মিরাজ ইনিংসের ২১তম ওভারে কারানকে ফেরান। ডানহাতি এই অফ স্পিনারের ফুল লেংথের বল লং অনের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ধরা পড়েন কারান। ৭৫ বলে ৪৪ রান করেছেন এই ওপেনার। তার বিদায়ে ভাঙে ৯৫ রানের উদ্বোধনী জুটি।

মিরাজের পর ব্রেকথ্রু দিয়েছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। ২৬তম ওভারের শেষ বলটি মিডল স্টাম্পের অপর করেছিলেন এই বাঁহাতি স্পিনার। সেখানে টার্নের আশায় ব্যাট পেতেছিলেন নিক ওয়েলচ। তবে বল সোজা আঘাত হানে তার পায়ে। সাজঘরে ফেরার আগে ১৯ বলে ১০ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।

২ উইকেটে ১১৭ রান নিয়ে চতুর্থ দিনের চা বিরতিতে যায় জিম্বাবুয়ে। বিরতির পর জ্বলে উঠেন মিরাজ। ৩১তম ওভারের প্রথম বলে শান্তর হাতে ক্যাচ দিয়েছেন উইলিয়ামস। মিরাজের বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৩ বলে ৯ রান।

নিজের পরের ওভারেও উইকেট পেয়েছেন মিরাজ। এবার তার শিকার বেনেট। ইনিংসের শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করা এই ওপেনার বড় শট খেলতে গিয়েই ধরা পড়েন। লং অনে মুশফিকের তালুবন্দি হওয়ার আগে ৮১ বলে করেছেন ৫৪ রান।