মোহাম্মদপুরে হাইক্কার খালে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

- আপডেট সময় ০৬:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ২৭২ বার পড়া হয়েছে
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মোহাম্মদপুরের হাইক্কার (কাটাসুর) খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে। এ সময় একটি দোতলা ভবন পুরোপুরি এবং একটি তিনতলা ভবনের কিছু অংশ ভেঙে দেওয়া হয়। এছাড়া পাঁচটি টিনের ঘরও ভাঙা হয়।
বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, ফারজানা খানম এবং মো. শাহীদুল ইসলাম।
অভিযানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি অবৈধ দখলদারদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা খাল-বিল দখল করে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, তাদের ঘুমের সময় শেষ। দখল করা জায়গা ছেড়ে দিন, নইলে নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হবে।”
তিনি আরও বলেন, “ধর্মীয় বা রাজনৈতিক প্রতিষ্ঠানের নামে ঢাকার খাল, জলাধার আর জনসাধারণের জায়গা দখল করা হয়েছে। আমরা অবৈধ স্থাপনা, দোকান, হকার এবং ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে কাজ করছি। তিনতলা বা দশতলা যাই হোক, সব ভেঙে দেব।”
প্রশাসক জানান, হাইক্কার খালের অবৈধ স্থাপনা ভেঙে খাল খনন করে লাউতলা খালের সঙ্গে সংযোগ করা হবে। এতে বৃষ্টি ও বন্যার পানি তুরাগ নদীতে প্রবাহিত হবে।
তিনি বলেন, “দখলদাররা দাবি করেছিল তাদের ভবন খালের সীমানায় নেই। কিন্তু সার্ভেতে দেখা গেছে, একটি দোতলা, একটি তিনতলা ভবনের অংশ এবং কয়েকটি টিনের ঘর খালের সীমানায় পড়েছে। তারা নিজেরা না সরানোয় আমরা উচ্ছেদ করেছি।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে রাস্তায় ট্রাক পার্কিং বন্ধে কাজ চলছে। মিরপুর-১০ এবং ফার্মগেট ইন্দিরা রোড ফুটপাত ও অটোরিকশামুক্ত করা হবে।