ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

    SSC ও HSC নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৬:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
    • / ২৬৮ বার পড়া হয়েছে

    ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র যথাসময়ে বিতরণে কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের ভোগান্তি ও শিক্ষা জীবনকে সুরক্ষিত রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে অবহেলা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

    ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শনিবার এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ড থেকে যথাসময়ে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র পাঠানো হলেও অনেক প্রতিষ্ঠান তা শিক্ষার্থীদের মাঝে বিলম্বে বিতরণ করে। অনেক সময় পরীক্ষার একদিন আগেও প্রবেশপত্র দেওয়া হয়, যা বড় ধরনের সমস্যার সৃষ্টি করে।

    এ ধরনের বিলম্বের ফলে দেখা যায়, কোনো শিক্ষার্থীর ফরম পূরণে ভুল থাকলে তা সময়মতো সংশোধনের সুযোগ থাকে না। এতে পরীক্ষার্থীরা মানসিক চাপে পড়ে এবং পরীক্ষা দিতে না পারার ঝুঁকিতে থাকে। এছাড়াও কিছু শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের অনুমোদন ছাড়াই শিক্ষার্থীদের অননুমোদিত বিষয়ে ভর্তি করায়। কিন্তু রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সময় তারা অনুমোদিত বিষয়ের নাম ব্যবহার করে, ফলে পরীক্ষার সময় প্রকৃত বিষয়ভিত্তিক প্রবেশপত্র প্রদান সম্ভব হয় না।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ফরম পূরণ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। বিলম্ব ফিসহ নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে ফরম পূরণের সুযোগ আর থাকবে না। এজন্য যথাযথ সময় হাতে রেখে ফরম পূরণের নির্দেশনা দেওয়া হবে।

    শিক্ষা বোর্ড নির্দেশ দিয়েছে, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র বোর্ড থেকে গ্রহণের এক সপ্তাহের মধ্যে অবশ্যই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে হবে। যদি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব কাগজপত্র বিলম্বে বিতরণের অভিযোগ ওঠে এবং তা পরীক্ষায় জটিলতা সৃষ্টি করে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    শিক্ষা বোর্ড বলেছে, পরীক্ষার স্বচ্ছতা ও শিক্ষার্থীদের সুষ্ঠু প্রস্তুতির জন্য এটি একটি জরুরি পদক্ষেপ এবং কোনো অবস্থাতেই এ নির্দেশনা অমান্য করা চলবে না।

    নিউজটি শেয়ার করুন

    SSC ও HSC নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

    আপডেট সময় ০৬:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

    ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র যথাসময়ে বিতরণে কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের ভোগান্তি ও শিক্ষা জীবনকে সুরক্ষিত রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে অবহেলা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

    ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শনিবার এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ড থেকে যথাসময়ে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র পাঠানো হলেও অনেক প্রতিষ্ঠান তা শিক্ষার্থীদের মাঝে বিলম্বে বিতরণ করে। অনেক সময় পরীক্ষার একদিন আগেও প্রবেশপত্র দেওয়া হয়, যা বড় ধরনের সমস্যার সৃষ্টি করে।

    এ ধরনের বিলম্বের ফলে দেখা যায়, কোনো শিক্ষার্থীর ফরম পূরণে ভুল থাকলে তা সময়মতো সংশোধনের সুযোগ থাকে না। এতে পরীক্ষার্থীরা মানসিক চাপে পড়ে এবং পরীক্ষা দিতে না পারার ঝুঁকিতে থাকে। এছাড়াও কিছু শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের অনুমোদন ছাড়াই শিক্ষার্থীদের অননুমোদিত বিষয়ে ভর্তি করায়। কিন্তু রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সময় তারা অনুমোদিত বিষয়ের নাম ব্যবহার করে, ফলে পরীক্ষার সময় প্রকৃত বিষয়ভিত্তিক প্রবেশপত্র প্রদান সম্ভব হয় না।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ফরম পূরণ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। বিলম্ব ফিসহ নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে ফরম পূরণের সুযোগ আর থাকবে না। এজন্য যথাযথ সময় হাতে রেখে ফরম পূরণের নির্দেশনা দেওয়া হবে।

    শিক্ষা বোর্ড নির্দেশ দিয়েছে, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র বোর্ড থেকে গ্রহণের এক সপ্তাহের মধ্যে অবশ্যই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে হবে। যদি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব কাগজপত্র বিলম্বে বিতরণের অভিযোগ ওঠে এবং তা পরীক্ষায় জটিলতা সৃষ্টি করে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    শিক্ষা বোর্ড বলেছে, পরীক্ষার স্বচ্ছতা ও শিক্ষার্থীদের সুষ্ঠু প্রস্তুতির জন্য এটি একটি জরুরি পদক্ষেপ এবং কোনো অবস্থাতেই এ নির্দেশনা অমান্য করা চলবে না।