অক্টোবরেই শেষ হতে পারে শেখ হাসিনাসহ তিনজনের সাক্ষ্যগ্রহণ

- আপডেট সময় ০৩:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আগামী অক্টোবর মাসের মধ্যেই সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। রোববার (১৭ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মিজানুল ইসলাম জানান, এই মামলায় মোট ৮১ জন সাক্ষী রয়েছেন, তবে এর মধ্যে থেকে কম-বেশি সাক্ষ্যগ্রহণ করা হতে পারে। তিনি আরও বলেন, আগস্ট ও সেপ্টেম্বর মাসে সাক্ষ্য শেষ না হলেও অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ছাড়া রাষ্ট্রপক্ষের প্রায় সব সাক্ষীর সাক্ষ্য শেষ হবে। তিনি আরও বলেন, মামলায় আসামি এবং পরবর্তীতে রাজসাক্ষী হিসেবে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) কবে সাক্ষ্য দেবেন, তা আগেই জানিয়ে দেওয়া হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে রোববার শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরইমধ্যে সবজি বিক্রেতা আবদুস সামাদ ও মিজান মিয়া নামের দুই সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। তাদের জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। তাদের সঙ্গে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।