অবশেষে বাগদান সারলেন রোনালদো ও জর্জিনা,৯ বছরের সম্পর্কের নতুন মোড়

- আপডেট সময় ০২:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ২৬১ বার পড়া হয়েছে
অবশেষে সেই প্রতীক্ষিত ক্ষণটি এসেই গেল। ৯ বছর ধরে সম্পর্কের পর অবশেষে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গুচির এক শোরুমে যে প্রেমের গল্প শুরু হয়েছিল, সেটি এখন চূড়ান্ত পরিণতির অপেক্ষায়।
২০১৬ সালে মাদ্রিদে গুচির শোরুমে প্রথম দেখা হয় রোনালদো ও জর্জিনার। সে সময় জর্জিনা ছিলেন একজন সাধারণ বিক্রয়কর্মী। কিন্তু প্রথম দেখাতেই তাদের মধ্যে গভীর ভালোবাসার জন্ম হয়। প্রথমদিকে তারা তাদের সম্পর্ক গোপন রাখলেও, ২০১৭ সালের জানুয়ারিতে ফিফা দ্য বেস্ট পুরস্কার অনুষ্ঠানে একসঙ্গে প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্কের গুঞ্জন বাস্তব রূপ নেয়।
একই বছরের নভেম্বরে তাদের প্রথম কন্যাসন্তান আলানা মার্তিনা জন্ম নেয়। সে সময় জর্জিনা রোনালদোর অন্য সন্তানদের দায়িত্বও গ্রহণ করেন। এরপর ২০২২ সালে তাদের দ্বিতীয় কন্যাসন্তান বেলা এস্মেরলাদা জন্ম নেয়। এতদিন রোনালদোর সুখ-দুঃখ, আনন্দ-বেদনার সব মুহূর্তে জর্জিনা তার পাশে থেকেছেন। ফ্যাশন ও বিনোদন জগতেও জর্জিনা নিজের একটি আলাদা জায়গা তৈরি করেছেন। তবে তাদের প্রেম পরিণয়ে রূপান্তরিত না হওয়ায় একটি আক্ষেপ থেকেই গিয়েছিল। এবার সেই আক্ষেপও ঘুচতে চলেছে।
রোনালদোর বাগদত্তা হওয়ার খবরটি গতকাল জর্জিনা নিজেই তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে জানিয়েছেন। একটি হাতের ওপর হীরার আংটি পরা নিজের হাতের ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, “হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।” ধারণা করা হচ্ছে, অন্য হাতটি রোনালদোর। এই ছবিতে স্থান হিসেবে সৌদি আরবের রিয়াদ শহরকে ট্যাগ করেছেন জর্জিনা, যেখানে বর্তমানে রোনালদো আল নাসর ক্লাবে খেলছেন। এখন সবার চোখ থাকবে রোনালদো ও জর্জিনার বিয়ের তারিখের দিকে। তাদের বিয়ের অনুষ্ঠানটি নিশ্চিতভাবেই একটি স্মরণীয় ঘটনা হতে যাচ্ছে।