তিন সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রেকর্ড রান, ২৭৬ রানে জয়ের পরও সিরিজ হার

- আপডেট সময় ০১:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ২৬০ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে নিজেদের দ্বিতীয় সর্বাধিক রান করেছে অস্ট্রেলিয়া। ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তারা মাত্র ২ উইকেট হারিয়ে তোলে ৪৩১ রান এবং জেতে ২৭৬ রানের বিশাল ব্যবধানে। তবে সিরিজ জিতেছে স্বাগতিক প্রোটিয়ারা, ২-১ ব্যবধানে।
এর আগে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানও এসেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই—২০০৬ সালের ঐতিহাসিক ম্যাচে ৪৩৪ রান। রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় অবশ্য এসেছিল ২০২৩ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে, ৩০৯ রানে। এবারের জয়টি তাই দ্বিতীয় সর্বাধিক ব্যবধানের জয়।
অস্ট্রেলিয়ার ইনিংসে তিনটি সেঞ্চুরি আসে। ওপেনিংয়ে ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ মাত্র ৩৪.১ ওভারে গড়েন ২৫০ রানের জুটি। হেড ১০৩ বলে খেলেন ঝড়ো ১৪২ রানের ইনিংস, যাতে ছিল ১৭টি চার ও পাঁচটি ছক্কা। মার্শ করেন ১০৬ বলে ১০০ রান, ছয়টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে।
তিনে নেমে ক্যামেরন গ্রিন অপরাজিত থাকেন ৫৫ বলে ১১৮ রানে। তার ইনিংসে আসে ছয়টি চার ও আটটি ছক্কা। এছাড়া অ্যালেক্স কেরি ৩৭ বলে তুলে নেন ৫০ রান, মারেন সাতটি চার। ৪৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই ধসে পড়ে। মাত্র ৫০ রানে হারায় ৪ উইকেট। যদিও টনি ডি জর্জি ৩০ বলে ৩৩ এবং ডেওয়াল্ড ব্রেভিস ২৮ বলে ৪৯ রানের ইনিংস খেলেন, তবুও দলকে বিপর্যয় থেকে উদ্ধার করতে পারেননি কেউ। শেষ পর্যন্ত ২৪.৫ ওভারে অলআউট হয় ১৫৫ রানে।
অস্ট্রেলিয়ার তরুণ বাঁ-হাতি স্পিনার কুপার কনলি ছিলেন ধ্বংসযজ্ঞের নায়ক। মাত্র ৬ ওভারে ২২ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। এছাড়া জাভিয়ের বার্টলেট ও শেন অ্যাবট নেন দুটি করে উইকেট। ঐতিহাসিক রেকর্ড জয়ের পরও সিরিজ হাতছাড়া হওয়ায় অস্ট্রেলিয়ার আনন্দ কিছুটা হলেও অপূর্ণ থেকে গেছে।