আওয়ামী লীগের নতুন কৌশল, ছাত্র সংসদ নির্বাচন ভন্ডুল করার চেষ্টা

- আপডেট সময় ০২:০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে নতুন কৌশলে এগোচ্ছে আওয়ামী লীগ। বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে এ কৌশল বাস্তবায়নের নতুন নির্দেশনা আসছে বলে জানিয়েছে পুলিশ। এর মূল লক্ষ্য হলো, জাতীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকুস), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাকসু) ছাত্র সংসদ নির্বাচন ভন্ডুল করা। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশের সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) বাহারুল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলীর মধ্যে একটি জুম মিটিংয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সদর দপ্তর এবং ডিএমপি সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
ডিএমপির একটি সূত্র জানিয়েছে, ডাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি ‘অলআউট’ সহযোগিতা দেবে। শাহবাগে এক প্লাটুন ফোর্স মোতায়েন করা হয়েছে এবং ৮ সেপ্টেম্বর থেকে তা আরও বাড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ের আটটি পয়েন্টে সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স থাকবে। কমিশনার ডিএমপি এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের মধ্যে আরও সমন্বয়ের নির্দেশ দিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, ডিএমপির সহকারী কমিশনার এবং অতিরিক্ত উপকমিশনার পদমর্যাদার কর্মকর্তারা একা একা বাইরে যেতে পারবেন না। কোথাও যেতে হলে তাদের ফোর্স নিয়ে যেতে হবে। নিষিদ্ধ ছাত্রলীগ যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আইজিপি ও ডিএমপি কমিশনারের আলোচনার বিষয়ে সূত্র জানায়, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তারা যেকোনো মূল্যে দেশকে অস্থিতিশীল করতে চায়। সম্প্রতি ধানমন্ডির ২৭ নম্বরে আওয়ামী লীগ যে মিছিল করেছে, সেটিও ষড়যন্ত্রের অংশ ছিল। সেই মিছিলে অংশ নেওয়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাসম্পাদক মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, দেশ অস্থিতিশীল করার নির্দেশনা ভারত থেকে এসেছে এবং তারা সেই নির্দেশনা বাস্তবায়ন করছেন।
পুলিশ সদর দপ্তরের সূত্র অনুযায়ী, আইজিপি বাহারুল আলম গুজব প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অপশক্তি সক্রিয় আছে এবং সর্বোচ্চ পেশাদারির সঙ্গে এই অপশক্তিকে মোকাবিলা করতে হবে। আইজিপি আওয়ামী লীগকে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে না দেওয়ার বিষয়ে তৎপর থাকারও নির্দেশ দেন।
এদিকে, ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাকসু নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় কমিশনার শেখ সাজ্জাত আলী এই হুঁশিয়ারি দেন।