আগামীকাল মঙ্গলবার যেসব এলাকায় গ্যাস থাকবে না।

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০২:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ৩২৯ বার পড়া হয়েছে
মিরপুরের কয়েকটি এলাকায় পাইপলাইন সংস্কার কার্যক্রমের জন্য মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর একটা হতে রাত আটটা পর্যন্ত মোট সাত ঘণ্টা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সোমবার (২৮ এপ্রিল) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
তিতাস জানায়, নবনির্মিত গ্যাস পাইপ লাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্নের জন্য রাজধানীর মিরপুর-১৪ নম্বরে অবস্থিত প্রিন্সবাজার সংলগ্ন সড়কে শতাব্দি সিএনজি, এমবিএম গার্মেন্টসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলেও জানানো হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
আগামীকাল মঙ্গলবার যেসব এলাকায় গ্যাস থাকবে না।