ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

    আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:৪৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
    • / ২৬০ বার পড়া হয়েছে

    জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    ভাষণটি সম্প্রচারিত হবে রাত ৮টা ২০ মিনিটে। এ ভাষণ একযোগে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে প্রচার করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট, যেখানে মঙ্গলবার দুপুরে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণাটি দেওয়া হয়।

    এর আগে বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন ইউনূস। বিটিভি এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জুলাই ঘোষণাপত্র মূলত ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের একটি প্রামাণ্য দলিল

    অন্তর্বর্তী সরকার বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মতামত ও পরামর্শ নিয়ে এটি চূড়ান্ত করে। এই ঘোষণাপত্রে গণ-অভ্যুত্থানের মূল চেতনা, পরিবর্তনের নীতিমালা এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার কাঠামো তুলে ধরা হয়েছে। দলগুলো ইতোমধ্যে এর রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ব্যাপারে একমত হয়েছে।

    জাতির ইতিহাসে এক বর্ণাঢ্য পালাবদলের স্মারক হিসেবে আজকের এই ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার ভাষণ গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে বলে ধারণা করা হচ্ছে।

    নিউজটি শেয়ার করুন

    আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    আপডেট সময় ০১:৪৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

    জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    ভাষণটি সম্প্রচারিত হবে রাত ৮টা ২০ মিনিটে। এ ভাষণ একযোগে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে প্রচার করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট, যেখানে মঙ্গলবার দুপুরে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণাটি দেওয়া হয়।

    এর আগে বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন ইউনূস। বিটিভি এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জুলাই ঘোষণাপত্র মূলত ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের একটি প্রামাণ্য দলিল

    অন্তর্বর্তী সরকার বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মতামত ও পরামর্শ নিয়ে এটি চূড়ান্ত করে। এই ঘোষণাপত্রে গণ-অভ্যুত্থানের মূল চেতনা, পরিবর্তনের নীতিমালা এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার কাঠামো তুলে ধরা হয়েছে। দলগুলো ইতোমধ্যে এর রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ব্যাপারে একমত হয়েছে।

    জাতির ইতিহাসে এক বর্ণাঢ্য পালাবদলের স্মারক হিসেবে আজকের এই ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার ভাষণ গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে বলে ধারণা করা হচ্ছে।