আর্থিক খাতে দুর্নীতি বন্ধে দায়িত্বশীলদের সৎ হওয়ার পরামর্শ : অর্থ উপদেষ্টা

- আপডেট সময় ০১:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
দেশের আর্থিক খাতে দুর্নীতি বন্ধে দায়িত্বশীলদের সৎ ও নৈতিকভাবে দৃঢ় হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট ২০২৫’-এ অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সম্মেলনে বক্তৃতাকালে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠায় নিরীক্ষক (অডিটর) এবং হিসাবরক্ষকদের (অ্যাকাউন্টেন্ট) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, সৎ ও জবাবদিহিমূলক আচরণ ছাড়া আর্থিক খাতে দীর্ঘস্থায়ী উন্নয়ন সম্ভব নয়।
একই অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বলেন, ব্যাংক খাতের যে নাজুক অবস্থা, তার দায় অতীতে দায়িত্ব পালনকারীরা এড়িয়ে যেতে পারেন না। তিনি ব্যাংক খাতের বিপর্যয়ের পেছনে দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা ও দুর্নীতির কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘‘অডিট রিপোর্ট যদি সন্তোষজনক না হয়, তাহলে বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে মুখ ফিরিয়ে নেবে। এরই মধ্যে পুঁজিবাজারে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।’’
সম্মেলনে বক্তারা দেশের অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠায় পেশাদার হিসাবরক্ষণ ও নিরীক্ষা ব্যবস্থার শক্তিশালী ভূমিকা নিয়ে আলোচনা করেন।