ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক

- আপডেট সময় ০১:৩৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে আওয়ামী লীগের ঐতিহাসিক প্রতীক ‘নৌকা’। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে ইসির ওয়েবসাইটে আর দেখা যাচ্ছে না এই প্রতীকটি, যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
এর আগে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, প্রতীক তালিকায় ‘নৌকা’ প্রতীক বহাল থাকবে। তবে হঠাৎ করেই প্রতীকের তালিকা থেকে ‘নৌকা’ প্রত্যাহার কমিশনের সিদ্ধান্তে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে।
এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি ক্ষোভভরিত পোস্ট দেন তিনি।
পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?
তিনি আরও লেখেন, “পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।” নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত এই প্রতীক সরানো কিংবা তা পুনর্বহাল সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে।