ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

    উত্তরায় বিমান বিধ্বস্ত : মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
    • / ২৬০ বার পড়া হয়েছে

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানি ও আহতের ঘটনায় স্থগিত করা হয়েছে আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা।

    মঙ্গলবার রাত ৩টা ৩০ মিনিটের দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষা উপদেষ্টা মঙ্গলবারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। এ তথ্য শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে জানানো হয়।

    এর আগে সোমবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হন এবং দেড় শতাধিক মানুষ আহত হন, যাদের অধিকাংশই ঐ স্কুলের শিক্ষার্থী।

    মঙ্গলবার মধ্যরাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি লেখেন, “শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।”

    এই দুর্ঘটনায় সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। জাতীয়ভাবে পালিত হচ্ছে শোক দিবস, আর শিক্ষাক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে স্থগিত করা হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা।

    নিউজটি শেয়ার করুন

    উত্তরায় বিমান বিধ্বস্ত : মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

    আপডেট সময় ১২:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানি ও আহতের ঘটনায় স্থগিত করা হয়েছে আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা।

    মঙ্গলবার রাত ৩টা ৩০ মিনিটের দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষা উপদেষ্টা মঙ্গলবারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। এ তথ্য শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে জানানো হয়।

    এর আগে সোমবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হন এবং দেড় শতাধিক মানুষ আহত হন, যাদের অধিকাংশই ঐ স্কুলের শিক্ষার্থী।

    মঙ্গলবার মধ্যরাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি লেখেন, “শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।”

    এই দুর্ঘটনায় সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। জাতীয়ভাবে পালিত হচ্ছে শোক দিবস, আর শিক্ষাক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে স্থগিত করা হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা।