উত্তরায় বিমান বিধ্বস্তে ১৬ জন নিহত, শতাধিক শিক্ষার্থী অগ্নিদগ্ধ-অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক

- আপডেট সময় ০৫:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ২৬১ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো হয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও শতাধিক শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক। গুরুতর আহতদের মধ্যে বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার তৌকির লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
অগ্নিদগ্ধ অন্তত ৮০ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের ভর্তি করা হয়েছে সিএমএইচ, লুবানা হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতালসহ রাজধানীর অন্যান্য হাসপাতালে।
আইএসপিআর সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং shortly thereafter মাইলস্টোন কলেজের ক্লাসরুম ও ক্যানটিনের উপর বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে ও আহতদের উদ্ধার করতে তৎপরতা চালায়।
এ মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ও সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।