এই দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না – সেনাপ্রধান

- আপডেট সময় ০৬:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এই দেশ সবার এবং এখানে কোনো ভেদাভেদ থাকবে না। তিনি জোর দিয়ে বলেন যে সবার সমান অধিকার থাকবে এবং সকল নাগরিক নিশ্চিন্তে এই দেশে বসবাস করবে ও আনন্দের সাথে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধানের উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, সশস্ত্র বাহিনী সারাদেশের জনগণের পাশে আছে এবং সবাই মিলে একসাথে কাজ করবে।
অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সাহসই যোগায় না, বরং ন্যায়ের পথে চলতে শেখায়। তিনি আরও বলেন, এই দেশকে রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব এবং সবাই মিলে কাজ করলে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, পারস্পরিক সহনশীলতার মাধ্যমে দেশকে আরও শক্তিশালী করতে হবে। তিনি কামনা করেন যে ভগবান শ্রীকৃষ্ণ যেন সমাজে ন্যায় ও সত্যের আলো প্রজ্জ্বলিত করেন।