ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

    একনেক সভায় উন্নয়ন পরিকল্পনায় গতি : ৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৪:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
    • / ২৬০ বার পড়া হয়েছে

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সর্বশেষ সভায় মোট ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১২টি নতুন ও সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার নিজস্ব অর্থায়ন করবে ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে আসবে ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে যোগ হবে আরও ৫২ কোটি ৭২ লাখ টাকা।

    রোববার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। এই বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, রেলপথ রক্ষণাবেক্ষণ, কর্ণফুলী নদীর তীর বরাবর সড়ক নির্মাণ, বহদ্দারহাট থেকে নদী পর্যন্ত খাল খনন এবং স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন।

    পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে রয়েছে ২০টি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও সংস্কার, কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস সুবিধা নির্মাণ, সেনানিবাসে আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ। তাছাড়া, কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ, উপজেলা পর্যায়ে নারীদের আয়ের পথ তৈরি এবং লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ প্রকল্পও সভায় অনুমোদিত হয়।

    সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর আওতাধীন এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অবকাঠামো, বিদ্যুৎ, কৃষি, শিক্ষা ও সামাজিক খাতে টেকসই অগ্রগতির আশা করছে সরকার। উল্লেখ্য, এটি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম এবং একনেকের ১২তম বৈঠক। সভায় অনুমোদিত প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিকল্পনা শিগগিরই কার্যকর হবে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন।

    নিউজটি শেয়ার করুন

    একনেক সভায় উন্নয়ন পরিকল্পনায় গতি : ৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

    আপডেট সময় ০৪:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সর্বশেষ সভায় মোট ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১২টি নতুন ও সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার নিজস্ব অর্থায়ন করবে ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে আসবে ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে যোগ হবে আরও ৫২ কোটি ৭২ লাখ টাকা।

    রোববার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। এই বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, রেলপথ রক্ষণাবেক্ষণ, কর্ণফুলী নদীর তীর বরাবর সড়ক নির্মাণ, বহদ্দারহাট থেকে নদী পর্যন্ত খাল খনন এবং স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন।

    পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে রয়েছে ২০টি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও সংস্কার, কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস সুবিধা নির্মাণ, সেনানিবাসে আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ। তাছাড়া, কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ, উপজেলা পর্যায়ে নারীদের আয়ের পথ তৈরি এবং লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ প্রকল্পও সভায় অনুমোদিত হয়।

    সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর আওতাধীন এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অবকাঠামো, বিদ্যুৎ, কৃষি, শিক্ষা ও সামাজিক খাতে টেকসই অগ্রগতির আশা করছে সরকার। উল্লেখ্য, এটি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম এবং একনেকের ১২তম বৈঠক। সভায় অনুমোদিত প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিকল্পনা শিগগিরই কার্যকর হবে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন।