ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

    ঐকমত্য বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট- কিছু সময় পরে পুনরায় যোগদান

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০২:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
    • / ২৫৮ বার পড়া হয়েছে

    জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হলে কিছু সময়ের জন্য বৈঠক থেকে ওয়াকআউট করে বিএনপি। দলটি আগেই জানিয়ে দিয়েছিল, তারা এই বিষয়ে আলোচনায় অংশ নেবে না। তবে পরে আবার আলোচনায় ফিরে আসে বিএনপির প্রতিনিধি দল।

    সোমবার (২৮ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১১টার পর কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাল পদে নিয়োগ সংক্রান্ত আলোচনা উত্থাপন করেন। আলোচনা শুরু হতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তাদের দল এই বিষয়ে আলোচনা করবে না এবং সে অনুযায়ী তারা বৈঠক কক্ষ ত্যাগ করে।

    বিএনপির এই অবস্থানের পর সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রশ্ন তোলেন—একটি বড় দল আলোচনায় না থাকলে কীভাবে জাতীয় ঐকমত্য সম্ভব হবে এবং আলোচনার যৌক্তিকতা তখন কোথায় দাঁড়ায়। জবাবে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, বিএনপি আগেই জানিয়েছে যে তারা এই চার প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে।

    তবে শুধুমাত্র একটি দলের অনুপস্থিতির কারণে আলোচ্য সূচি বাদ দেওয়া সম্ভব নয়। তা সত্ত্বেও, বড় কোনো দল যদি আলোচনায় না থাকে এবং সবাই মনে করে আলোচনা অর্থহীন হয়ে পড়ে, তাহলে কমিশন সেটি পুনর্বিবেচনা করবে।

    পরে কিছু সময় বিরতির পর বিএনপির প্রতিনিধি দল পুনরায় আলোচনা সভায় ফিরে আসে এবং অন্যান্য বিষয়ে আলোচনায় অংশ নেয়। এই ঘটনা বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন দলের মধ্যে সংলাপের পদ্ধতি ও অগ্রগতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেয়।

    নিউজটি শেয়ার করুন

    ঐকমত্য বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট- কিছু সময় পরে পুনরায় যোগদান

    আপডেট সময় ০২:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

    জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হলে কিছু সময়ের জন্য বৈঠক থেকে ওয়াকআউট করে বিএনপি। দলটি আগেই জানিয়ে দিয়েছিল, তারা এই বিষয়ে আলোচনায় অংশ নেবে না। তবে পরে আবার আলোচনায় ফিরে আসে বিএনপির প্রতিনিধি দল।

    সোমবার (২৮ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১১টার পর কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাল পদে নিয়োগ সংক্রান্ত আলোচনা উত্থাপন করেন। আলোচনা শুরু হতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তাদের দল এই বিষয়ে আলোচনা করবে না এবং সে অনুযায়ী তারা বৈঠক কক্ষ ত্যাগ করে।

    বিএনপির এই অবস্থানের পর সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রশ্ন তোলেন—একটি বড় দল আলোচনায় না থাকলে কীভাবে জাতীয় ঐকমত্য সম্ভব হবে এবং আলোচনার যৌক্তিকতা তখন কোথায় দাঁড়ায়। জবাবে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, বিএনপি আগেই জানিয়েছে যে তারা এই চার প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে।

    তবে শুধুমাত্র একটি দলের অনুপস্থিতির কারণে আলোচ্য সূচি বাদ দেওয়া সম্ভব নয়। তা সত্ত্বেও, বড় কোনো দল যদি আলোচনায় না থাকে এবং সবাই মনে করে আলোচনা অর্থহীন হয়ে পড়ে, তাহলে কমিশন সেটি পুনর্বিবেচনা করবে।

    পরে কিছু সময় বিরতির পর বিএনপির প্রতিনিধি দল পুনরায় আলোচনা সভায় ফিরে আসে এবং অন্যান্য বিষয়ে আলোচনায় অংশ নেয়। এই ঘটনা বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন দলের মধ্যে সংলাপের পদ্ধতি ও অগ্রগতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেয়।