ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

    ক্যানবেরা থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার ঘোষণা- অ্যান্থনি আলবানিজ

    ইন্টারন্যাশনাল ডেস্ক
    • আপডেট সময় ০২:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
    • / ২৬৫ বার পড়া হয়েছে

    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইরানকে উদ্দেশ্য করে বলেছেন, দেশটির কর্মকর্তারা অস্ট্রেলিয়ায় ইহুদিবিরোধী হামলার পরিকল্পনা চালিয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা এবং দেশজুড়ে বিভেদ সৃষ্টি করা। এ ঘটনায় ক্যানবেরা থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছেন তিনি।

    আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে আলবানিজ বলেন, “এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অস্ট্রেলীয় সরকার কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।” পাশাপাশি তিনি জানিয়েছেন, তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সব কূটনীতিককে তৃতীয় দেশে সরিয়ে নেওয়া হয়েছে।

    এছাড়া ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে আইন প্রণয়ন করা হবে। সরকারি তথ্যানুযায়ী, গত বছর ১০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের আদাস ইসরায়েল সিনাগগে হামলার ঘটনা ঘটেছিল।

    অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং জানিয়েছেন, ইরানের রাষ্ট্রদূত আহমাদ সাদেঘি এবং তার তিন সহকর্মীকে “পারসোনা নন গ্রাটা” ঘোষণা করা হয়েছে এবং তাদের সাত দিনের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। ওয়ং বলেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার, যখন অস্ট্রেলিয়া কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। একই সঙ্গে তেহরান থেকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করা হয়েছে।

    তবে তিনি যোগ করেন, অস্ট্রেলিয়ার স্বার্থে সীমিত আকারে ইরানের সঙ্গে কিছু কূটনৈতিক যোগাযোগ বজায় থাকবে। পাশাপাশি ইরানে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে এবং নতুন করে কেউ ইরান ভ্রমণ না করার সতর্কবার্তাও জারি করা হয়েছে।

    নিউজটি শেয়ার করুন

    ক্যানবেরা থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার ঘোষণা- অ্যান্থনি আলবানিজ

    আপডেট সময় ০২:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইরানকে উদ্দেশ্য করে বলেছেন, দেশটির কর্মকর্তারা অস্ট্রেলিয়ায় ইহুদিবিরোধী হামলার পরিকল্পনা চালিয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা এবং দেশজুড়ে বিভেদ সৃষ্টি করা। এ ঘটনায় ক্যানবেরা থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছেন তিনি।

    আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে আলবানিজ বলেন, “এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অস্ট্রেলীয় সরকার কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।” পাশাপাশি তিনি জানিয়েছেন, তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সব কূটনীতিককে তৃতীয় দেশে সরিয়ে নেওয়া হয়েছে।

    এছাড়া ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে আইন প্রণয়ন করা হবে। সরকারি তথ্যানুযায়ী, গত বছর ১০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের আদাস ইসরায়েল সিনাগগে হামলার ঘটনা ঘটেছিল।

    অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং জানিয়েছেন, ইরানের রাষ্ট্রদূত আহমাদ সাদেঘি এবং তার তিন সহকর্মীকে “পারসোনা নন গ্রাটা” ঘোষণা করা হয়েছে এবং তাদের সাত দিনের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। ওয়ং বলেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার, যখন অস্ট্রেলিয়া কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। একই সঙ্গে তেহরান থেকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করা হয়েছে।

    তবে তিনি যোগ করেন, অস্ট্রেলিয়ার স্বার্থে সীমিত আকারে ইরানের সঙ্গে কিছু কূটনৈতিক যোগাযোগ বজায় থাকবে। পাশাপাশি ইরানে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে এবং নতুন করে কেউ ইরান ভ্রমণ না করার সতর্কবার্তাও জারি করা হয়েছে।