ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

    গাজা যুদ্ধবিরতি নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার হোয়াইট হাউসে নেতানিয়াহু-ট্রাম্প বৈঠক

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১১:০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
    • / ২৫৭ বার পড়া হয়েছে

    গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনির্ধারিত বৈঠকটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে। এতে কোনো গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। বৈঠকের সময়, একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর আগের দিন সোমবার, হোয়াইট হাউসে এক নৈশভোজে অংশ নিয়ে দুই নেতা দীর্ঘ সময় ধরে আলোচনায় মিলিত হন। উল্লেখযোগ্য যে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর এটি ছিল নেতানিয়াহুর তৃতীয় যুক্তরাষ্ট্র সফর।

    মঙ্গলবারের আলোচনার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমাদের এ সমস্যার সমাধান করতে হবে। গাজা একটি ট্র্যাজেডি, এবং আমি চাই এর একটি কার্যকর সমাধান হোক। আমার বিশ্বাস, অন্য পক্ষও সেটি চায়।” তবে আলোচনার বিস্তারিত সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠক থেকে ‘অত্যন্ত সীমিত তথ্য’ প্রকাশ পেয়েছে, ফলে আলোচনার প্রকৃত বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত কিছু বলা কঠিন।

    নিউজটি শেয়ার করুন

    গাজা যুদ্ধবিরতি নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার হোয়াইট হাউসে নেতানিয়াহু-ট্রাম্প বৈঠক

    আপডেট সময় ১১:০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

    গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনির্ধারিত বৈঠকটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে। এতে কোনো গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। বৈঠকের সময়, একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর আগের দিন সোমবার, হোয়াইট হাউসে এক নৈশভোজে অংশ নিয়ে দুই নেতা দীর্ঘ সময় ধরে আলোচনায় মিলিত হন। উল্লেখযোগ্য যে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর এটি ছিল নেতানিয়াহুর তৃতীয় যুক্তরাষ্ট্র সফর।

    মঙ্গলবারের আলোচনার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমাদের এ সমস্যার সমাধান করতে হবে। গাজা একটি ট্র্যাজেডি, এবং আমি চাই এর একটি কার্যকর সমাধান হোক। আমার বিশ্বাস, অন্য পক্ষও সেটি চায়।” তবে আলোচনার বিস্তারিত সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠক থেকে ‘অত্যন্ত সীমিত তথ্য’ প্রকাশ পেয়েছে, ফলে আলোচনার প্রকৃত বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত কিছু বলা কঠিন।