গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতি ও কারণ এখনও জানা যায়নি

- আপডেট সময় ১২:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ২৬১ বার পড়া হয়েছে
রাজধানীর গুলিস্তানের প্রাণকেন্দ্রে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় লাগা আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস, এবং তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট একযোগে কাজ করে বেলা ১১টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করে জানান, কী কারণে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি, এবং ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
আগুনের সূত্রপাত হয় ভবনের পঞ্চম তলার একটি গোডাউন থেকে। হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় ভবনের অন্যান্য তলায় থাকা দোকানিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত অভিযান শুরু করে। তারা মাইকিংয়ের মাধ্যমে দোকানিদের দ্রুত ভবন থেকে বের হয়ে আসার আহ্বান জানান এবং নির্বাপণ কাজে সহায়তা চান।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে তদন্তকারী দল কাজ শুরু করেছে এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে আরও সময় লাগবে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও মার্কেটজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।