গোপালগঞ্জে এনসিপির সমাবেশে দফায় দফায় হামলা, উত্তপ্ত পরিস্থিতি

- আপডেট সময় ০৩:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কেন্দ্র করে সমাবেশ মঞ্চে এবং কর্মকর্তাদের গাড়িবহরে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের এই হামলায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এনসিপির কেন্দ্রীয় সমাবেশে মঞ্চে একযোগে হামলা চালানো হয়। হামলাকারীরা মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, মাইক, চেয়ার ভাঙচুর করে এবং নেতাকর্মীদের ওপর শারীরিকভাবে আক্রমণ করে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালেই গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। এনসিপির পদযাত্রা ঠেকাতে এই হামলার ঘটনাও ঘটায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলার ইউএনও এম রকিবুল হাসান বলেন, “জাতীয় নাগরিক পার্টির জুলাই মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জে কেন্দ্রীয় নেতাদের আগমন ছিল। এই কর্মসূচি বানচাল করতেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা চালিয়েছে।”
এছাড়া সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তা ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এতে পুলিশের তিনজন সদস্য আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
সকালেই সদর উপজেলার ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে রেখেছিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা, যাতে এনসিপির নেতা-কর্মীরা শহরে প্রবেশ করতে না পারে।
গোটা গোপালগঞ্জ জুড়ে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে, তা শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশাসনের ভূমিকা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছে বিভিন্ন মহল।