ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

    চট্টগ্রামে এনসিপির সমাবেশে নেতাকর্মীদের ঢল, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করল পুলিশ

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৬:৩৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
    • / ২৬৭ বার পড়া হয়েছে

    রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামে শুরু হয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ। সমাবেশে যোগ দিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন দলটির নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে বিপ্লব উদ্যান পরিণত হয় জনসমুদ্রে।

    এসময় চট্টগ্রাম অঞ্চলের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। জানা গেছে, এনসিপির জুলাই মাসব্যাপী দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে দুপুরে রাঙামাটিতে একটি কর্মসূচি পালন করা হয়। বিকেলে চট্টগ্রামে আয়োজিত সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা বেগম জানান, সমাবেশকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপ্লব উদ্যান ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এছাড়া অতিরিক্ত সতর্কতা হিসেবে পুলিশের স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) ইউনিটকেও মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এর আগে গোপালগঞ্জ ও কক্সবাজারে এনসিপির কর্মসূচিতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটায়, চট্টগ্রামের সমাবেশ ঘিরে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে।

    নেতাকর্মীদের শান্তিপূর্ণ অংশগ্রহণে চট্টগ্রামের এনসিপি সমাবেশ এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা।

    নিউজটি শেয়ার করুন

    চট্টগ্রামে এনসিপির সমাবেশে নেতাকর্মীদের ঢল, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করল পুলিশ

    আপডেট সময় ০৬:৩৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

    রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামে শুরু হয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ। সমাবেশে যোগ দিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন দলটির নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে বিপ্লব উদ্যান পরিণত হয় জনসমুদ্রে।

    এসময় চট্টগ্রাম অঞ্চলের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। জানা গেছে, এনসিপির জুলাই মাসব্যাপী দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে দুপুরে রাঙামাটিতে একটি কর্মসূচি পালন করা হয়। বিকেলে চট্টগ্রামে আয়োজিত সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা বেগম জানান, সমাবেশকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপ্লব উদ্যান ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এছাড়া অতিরিক্ত সতর্কতা হিসেবে পুলিশের স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) ইউনিটকেও মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এর আগে গোপালগঞ্জ ও কক্সবাজারে এনসিপির কর্মসূচিতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটায়, চট্টগ্রামের সমাবেশ ঘিরে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে।

    নেতাকর্মীদের শান্তিপূর্ণ অংশগ্রহণে চট্টগ্রামের এনসিপি সমাবেশ এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা।