ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

    চারদিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
    • / ২৬০ বার পড়া হয়েছে

    বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস যাত চারদিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। শনিবার (১২ জুলাই) তিনি রাজধানীতে এসে পৌঁছান। এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়।

    চারদিনব্যাপী এ সফরে জোহানেস যাত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বেসরকারি খাতের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।
    বিশ্বব্যাংকের এক বিবৃতিতে জোহানেস যাত বলেন, “বাংলাদেশি জনগণের স্থিতিস্থাপকতা, সৃজনশীলতা এবং তাদের সন্তানদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ার প্রত্যয় আমাকে সবসময়ই মুগ্ধ করে।”

    তিনি আরও বলেন, “২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত আমি যখন কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে ছিলাম, তখনকার তুলনায় এখন বাংলাদেশের যে রূপান্তরমূলক অগ্রগতি হয়েছে তা দেখতে আমি অত্যন্ত আগ্রহী।” জোহানেস যাত ২০২৫ সালের ১ জুলাই থেকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এই নতুন দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বাংলাদেশ সফর।

    সফরকালে তিনি বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং প্রতিবছর কর্মবাজারে প্রবেশ করা প্রায় ২০ লাখ তরুণের জন্য উন্নত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বিশ্বব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এর আগে, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত জোহানেস যাত বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

    নিউজটি শেয়ার করুন

    চারদিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট

    আপডেট সময় ০৫:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

    বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস যাত চারদিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। শনিবার (১২ জুলাই) তিনি রাজধানীতে এসে পৌঁছান। এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়।

    চারদিনব্যাপী এ সফরে জোহানেস যাত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বেসরকারি খাতের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।
    বিশ্বব্যাংকের এক বিবৃতিতে জোহানেস যাত বলেন, “বাংলাদেশি জনগণের স্থিতিস্থাপকতা, সৃজনশীলতা এবং তাদের সন্তানদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ার প্রত্যয় আমাকে সবসময়ই মুগ্ধ করে।”

    তিনি আরও বলেন, “২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত আমি যখন কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে ছিলাম, তখনকার তুলনায় এখন বাংলাদেশের যে রূপান্তরমূলক অগ্রগতি হয়েছে তা দেখতে আমি অত্যন্ত আগ্রহী।” জোহানেস যাত ২০২৫ সালের ১ জুলাই থেকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এই নতুন দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বাংলাদেশ সফর।

    সফরকালে তিনি বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং প্রতিবছর কর্মবাজারে প্রবেশ করা প্রায় ২০ লাখ তরুণের জন্য উন্নত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বিশ্বব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এর আগে, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত জোহানেস যাত বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।