ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

    জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি-সালাহউদ্দিন আহমদ

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
    • / ২৫৭ বার পড়া হয়েছে

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে কোনো ধরনের আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৯ জুলাই) বিকেলে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। সালাহউদ্দিন আহমদের বরাত দিয়ে তিনি বলেন, জামায়াতের পক্ষ থেকে এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি।

    এর আগে দুপুর ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সমাবেশে সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সমাবেশ শুরুর বহু আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। উদ্যানের আশপাশেও হাজার হাজার কর্মী ও সমর্থক অবস্থান নেন।

    সমাবেশে অংশগ্রহণকারীদের অনেকে জামায়াতের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ হাতে নিয়ে এসেছিলেন। অনেকেই দাঁড়িপাল্লা ও মনোগ্রাম খচিত টি-শার্ট এবং পাঞ্জাবি পরে সমাবেশস্থলে উপস্থিত হন, যা দলীয় ঐক্য ও আনুগত্যের প্রতিচ্ছবি তুলে ধরে।

    সাত দফা দাবির ভিত্তিতে আয়োজিত এই সমাবেশে জামায়াত নেতারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। তাঁদের দাবিগুলোর মধ্যে ছিল নির্বাচনপূর্ব লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, অতীতের সব গণহত্যার বিচার, মৌলিক রাজনৈতিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবার পুনর্বাসন, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির প্রবর্তন

    জামায়াতে ইসলামীর ইতিহাসে এই প্রথম দলটি স্বাধীনতা-পরবর্তী সময়ে এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করল। দলটির নেতারা এ ঘটনাকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন। সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে, এবং পুরো এলাকাজুড়ে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা।

    নিউজটি শেয়ার করুন

    জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি-সালাহউদ্দিন আহমদ

    আপডেট সময় ০৫:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে কোনো ধরনের আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৯ জুলাই) বিকেলে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। সালাহউদ্দিন আহমদের বরাত দিয়ে তিনি বলেন, জামায়াতের পক্ষ থেকে এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি।

    এর আগে দুপুর ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সমাবেশে সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সমাবেশ শুরুর বহু আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। উদ্যানের আশপাশেও হাজার হাজার কর্মী ও সমর্থক অবস্থান নেন।

    সমাবেশে অংশগ্রহণকারীদের অনেকে জামায়াতের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ হাতে নিয়ে এসেছিলেন। অনেকেই দাঁড়িপাল্লা ও মনোগ্রাম খচিত টি-শার্ট এবং পাঞ্জাবি পরে সমাবেশস্থলে উপস্থিত হন, যা দলীয় ঐক্য ও আনুগত্যের প্রতিচ্ছবি তুলে ধরে।

    সাত দফা দাবির ভিত্তিতে আয়োজিত এই সমাবেশে জামায়াত নেতারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। তাঁদের দাবিগুলোর মধ্যে ছিল নির্বাচনপূর্ব লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, অতীতের সব গণহত্যার বিচার, মৌলিক রাজনৈতিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবার পুনর্বাসন, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির প্রবর্তন

    জামায়াতে ইসলামীর ইতিহাসে এই প্রথম দলটি স্বাধীনতা-পরবর্তী সময়ে এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করল। দলটির নেতারা এ ঘটনাকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন। সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে, এবং পুরো এলাকাজুড়ে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা।