ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

    জুলাই ঘোষণাপত্র ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকার

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০২:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
    • / ২৬৯ বার পড়া হয়েছে

    অন্তর্বর্তী সরকারের বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’-এর খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট, মঙ্গলবার বিকেল ৫টায় গণঅভ্যুত্থানে সম্পৃক্ত সকল পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র জাতির সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষণাপত্র প্রকাশ নিয়ে নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা, ৫ই আগস্টের মধ্যেই তা ঘোষিত হবে। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।”

    উল্লেখযোগ্য যে, গত বছর জুলাইয়ে সংঘটিত গণ-অভ্যুত্থানের পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণাপত্র অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় দল ও সংগঠনগুলোর মধ্যে বিষয়টি ঘনিষ্ঠভাবে আলোচিত।

    অভ্যুত্থানের এক বছর পূর্তিকে সামনে রেখে সম্প্রতি অন্তর্বর্তী সরকার এই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ অন্যান্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে। এ নিয়ে ঐকমত্য কমিশন সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে একাধিক দফায় বৈঠক ও মতবিনিময় করেছে। এসব আলোচনা ও মতামতের ভিত্তিতেই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়।

    ৫ আগস্টের অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে একধরনের উদ্দীপনা ও অপেক্ষা বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণাপত্র দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন মোড় তৈরি করতে পারে।

    নিউজটি শেয়ার করুন

    জুলাই ঘোষণাপত্র ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকার

    আপডেট সময় ০২:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

    অন্তর্বর্তী সরকারের বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’-এর খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট, মঙ্গলবার বিকেল ৫টায় গণঅভ্যুত্থানে সম্পৃক্ত সকল পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র জাতির সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষণাপত্র প্রকাশ নিয়ে নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা, ৫ই আগস্টের মধ্যেই তা ঘোষিত হবে। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।”

    উল্লেখযোগ্য যে, গত বছর জুলাইয়ে সংঘটিত গণ-অভ্যুত্থানের পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণাপত্র অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় দল ও সংগঠনগুলোর মধ্যে বিষয়টি ঘনিষ্ঠভাবে আলোচিত।

    অভ্যুত্থানের এক বছর পূর্তিকে সামনে রেখে সম্প্রতি অন্তর্বর্তী সরকার এই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ অন্যান্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে। এ নিয়ে ঐকমত্য কমিশন সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে একাধিক দফায় বৈঠক ও মতবিনিময় করেছে। এসব আলোচনা ও মতামতের ভিত্তিতেই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়।

    ৫ আগস্টের অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে একধরনের উদ্দীপনা ও অপেক্ষা বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণাপত্র দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন মোড় তৈরি করতে পারে।