টাঙ্গাইলে মাইক্রোবাস দুর্ঘটনায় দুই ছেলেসহ বাবা নিহত

- আপডেট সময় ১২:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ৩০৯ বার পড়া হয়েছে
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় টাঙ্গাইলের বাসাইলে দুই ছেলেসহ বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুরের কামার চর এলাকার আমজাদ মণ্ডল (৬৫), তার ছেলে অতুল মণ্ডল (১৩) ও রাহাত মণ্ডল (২৬)। এছাড়া নিহত আমজাদ হোসেনের স্ত্রীসহ আরও তিনজন আহত হয়েছেন।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী আমজাদ মণ্ডল ও তার দুই ছেলের মৃত্যু হয়। এছাড়া আমজাদ মণ্ডলের স্ত্রীসহ তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।