ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন জেলেনস্কি

- আপডেট সময় ০৭:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ সোমবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ইউরোপের শীর্ষ রাষ্ট্রগুলোর সরকার প্রধানরাও অংশ নেবেন।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ১৫ মিনিটে ট্রাম্প প্রথমে জেলেনস্কির সঙ্গে একান্ত বৈঠক করবেন। এরপর সন্ধ্যা ৭টায় তিনি ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। হোয়াইট হাউসের মতে, এই বৈঠকে যোগদানের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর নেতারা ইউক্রেনের প্রতি তাদের সমর্থন ও সংহতি প্রকাশ করবেন।
এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাস্কা বৈঠকের মাত্র তিন দিনের মাথায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পুতিনের সঙ্গে আলোচনার আগে পর্যন্ত ট্রাম্প যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিলেও পরবর্তী সময়ে তিনি নিজের অবস্থান পরিবর্তন করে রাশিয়া-ইউক্রেনের মধ্যে স্থায়ী যুদ্ধাবসানের ওপর জোর দিচ্ছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প নিজেও এ অবস্থানের ইঙ্গিত দেন। তিনি বলেন, যুদ্ধের অবসান ঘটাতে হলে জেলেনস্কিকে অবশ্যই কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে এবং ভবিষ্যতে ন্যাটোতে যোগদানের আবেদন না করার প্রতিশ্রুতি দিতে হবে।
ট্রাম্পের এই অবস্থানকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। কারণ ইইউ ও ইউরোপের শীর্ষ শক্তিধর দেশগুলো শুরু থেকেই রাশিয়াবিরোধী অবস্থানে রয়েছে। তাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে মার্কিন প্রশাসনের চূড়ান্ত অবস্থান নির্ধারণে প্রভাব বিস্তার করতেই ইউরোপীয় নেতারা হোয়াইট হাউসে বৈঠকে যোগ দিচ্ছেন।