ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

    তথ্য গোপনের অভিযোগ ‘অপপ্রচার’, প্রধান উপদেষ্টার প্রেস উইং

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
    • / ২৬১ বার পড়া হয়েছে

    রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটেছে ভয়াবহ প্রাণহানি। এ ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করা হচ্ছে—বিভিন্ন মহল থেকে এমন অভিযোগ উত্থাপিত হলেও সরকার তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।

    মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “তথ্য গোপনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক অপপ্রচার। বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট হাসপাতালসমূহ যৌথভাবে কাজ করছে যাতে আহত ও নিহতদের নির্ভুল ও যাচাইকৃত তালিকা দ্রুত প্রকাশ করা যায়।”

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত যেসব মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে, সেগুলোর নাম-পরিচয় তালিকাভুক্ত করা হয়েছে। যেসব মরদেহ চিহ্নিত করা যায়নি, সেগুলোর শনাক্তকরণে ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    সরকারি পক্ষের দাবি, কোনো তথ্য গোপন করা হচ্ছে না বরং স্বচ্ছতা নিশ্চিত করতে সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কিছু মহল এই দুর্ঘটনা ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এটি শোকাহত পরিবার ও জাতির জন্য অত্যন্ত দুঃখজনক।”

    সরকারের পক্ষ থেকে সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে, যদি কোনো শিক্ষার্থী বা ব্যক্তি এখনো নিখোঁজ থাকেন, তবে তার পরিবারের সদস্যদের দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। বিদ্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যেখানে নিখোঁজদের তথ্য যাচাই করতে সহায়তা করা হচ্ছে। একই সঙ্গে বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি ঘেঁটে নিখোঁজ ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করা হচ্ছে।

    উল্লেখ্য, সোমবার দুপুরে ঢাকার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় শতাধিক শিক্ষার্থীসহ বহু মানুষ হতাহত হন। ঘটনার পরপরই জাতি গভীর শোকাহত হয়ে পড়ে, এবং মঙ্গলবার (২২ জুলাই) দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

    নিউজটি শেয়ার করুন

    তথ্য গোপনের অভিযোগ ‘অপপ্রচার’, প্রধান উপদেষ্টার প্রেস উইং

    আপডেট সময় ০১:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

    রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটেছে ভয়াবহ প্রাণহানি। এ ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করা হচ্ছে—বিভিন্ন মহল থেকে এমন অভিযোগ উত্থাপিত হলেও সরকার তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।

    মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “তথ্য গোপনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক অপপ্রচার। বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট হাসপাতালসমূহ যৌথভাবে কাজ করছে যাতে আহত ও নিহতদের নির্ভুল ও যাচাইকৃত তালিকা দ্রুত প্রকাশ করা যায়।”

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত যেসব মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে, সেগুলোর নাম-পরিচয় তালিকাভুক্ত করা হয়েছে। যেসব মরদেহ চিহ্নিত করা যায়নি, সেগুলোর শনাক্তকরণে ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    সরকারি পক্ষের দাবি, কোনো তথ্য গোপন করা হচ্ছে না বরং স্বচ্ছতা নিশ্চিত করতে সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কিছু মহল এই দুর্ঘটনা ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এটি শোকাহত পরিবার ও জাতির জন্য অত্যন্ত দুঃখজনক।”

    সরকারের পক্ষ থেকে সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে, যদি কোনো শিক্ষার্থী বা ব্যক্তি এখনো নিখোঁজ থাকেন, তবে তার পরিবারের সদস্যদের দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। বিদ্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যেখানে নিখোঁজদের তথ্য যাচাই করতে সহায়তা করা হচ্ছে। একই সঙ্গে বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি ঘেঁটে নিখোঁজ ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করা হচ্ছে।

    উল্লেখ্য, সোমবার দুপুরে ঢাকার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় শতাধিক শিক্ষার্থীসহ বহু মানুষ হতাহত হন। ঘটনার পরপরই জাতি গভীর শোকাহত হয়ে পড়ে, এবং মঙ্গলবার (২২ জুলাই) দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।