তেহরানে আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ

- আপডেট সময় ১১:৪৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / ২৮৮ বার পড়া হয়েছে
ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের কিছু সময় পর বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানঘাঁটিতে বড় আকারের আগুন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম’র বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে শনিবার (১৪ জুন) ভোরে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দর এলাকায় একটি ‘বিস্ফোরণ’ হয়েছে। এরপর বিমানবন্দরটি থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে, কমপক্ষে দুটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দর এলাকায় আঘাত হেনেছে। বিমানবন্দরের পশ্চিমে ভার্দাভার্ড এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে, শুক্রবার রাতে অন্তত দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় অন্তত একজন ইসরায়েলি নারী নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
এর আগে শুক্রবার (১৩ জুন) ভোররাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০ স্থানে হামলা করেছে ইসরায়েল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ ছয়জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও মজুত করে রাখা স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
সূত্র: আল জাজিরা