ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

    ত্রিভুবন বিমানবন্দরে নামতে না পেরে ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৬:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫৬ বার পড়া হয়েছে

    নিরাপত্তাজনিত কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের অনুমতি পায়নি। কাঠমান্ডুর আকাশসীমায় পৌঁছালেও অনুমতি না মেলায় বিমানটি ঢাকায় ফিরে আসে। একই কারণে ঢাকা থেকে কাঠমান্ডুগামী সব ফ্লাইট এবং কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো কাঠমান্ডুতে সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিলে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এতে কাঠমান্ডুতে আটকা পড়েছেন বহু বাংলাদেশি যাত্রী।

    বাংলাদেশ বিমানের মুখপাত্র রওশন কবির জানান, দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা ফ্লাইটটিতে ১১৪ জন যাত্রী ছিলেন। নির্ধারিত সময়ে ফ্লাইটটি কাঠমান্ডুর আকাশসীমায় পৌঁছালেও নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ অবতরণের অনুমতি দেয়নি। তিনি বলেন, “আমাদের ফ্লাইট কাঠমান্ডুর আকাশসীমায় পৌঁছালেও নিরাপত্তাজনিত কারণে অবতরণের অনুমতি দেওয়া হয়নি। পরে ফ্লাইটটি আবার ঢাকায় ফিরে আসে।”

    এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ বিমানের পাশাপাশি নেপালগামী হিমালয়া এয়ারলাইনসের (এইচ৯) একটি নির্ধারিত ফ্লাইটও আজ বাতিল করা হয়েছে।

    নিউজটি শেয়ার করুন

    ত্রিভুবন বিমানবন্দরে নামতে না পেরে ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট

    আপডেট সময় ০৬:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

    নিরাপত্তাজনিত কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের অনুমতি পায়নি। কাঠমান্ডুর আকাশসীমায় পৌঁছালেও অনুমতি না মেলায় বিমানটি ঢাকায় ফিরে আসে। একই কারণে ঢাকা থেকে কাঠমান্ডুগামী সব ফ্লাইট এবং কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো কাঠমান্ডুতে সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিলে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এতে কাঠমান্ডুতে আটকা পড়েছেন বহু বাংলাদেশি যাত্রী।

    বাংলাদেশ বিমানের মুখপাত্র রওশন কবির জানান, দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা ফ্লাইটটিতে ১১৪ জন যাত্রী ছিলেন। নির্ধারিত সময়ে ফ্লাইটটি কাঠমান্ডুর আকাশসীমায় পৌঁছালেও নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ অবতরণের অনুমতি দেয়নি। তিনি বলেন, “আমাদের ফ্লাইট কাঠমান্ডুর আকাশসীমায় পৌঁছালেও নিরাপত্তাজনিত কারণে অবতরণের অনুমতি দেওয়া হয়নি। পরে ফ্লাইটটি আবার ঢাকায় ফিরে আসে।”

    এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ বিমানের পাশাপাশি নেপালগামী হিমালয়া এয়ারলাইনসের (এইচ৯) একটি নির্ধারিত ফ্লাইটও আজ বাতিল করা হয়েছে।