দেশের স্বার্থে তরুণদের কাজ করতে হবে: রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৩:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ৩০৪ বার পড়া হয়েছে
রাজনৈতিক পট পরিবর্তনের পর তরুণদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সামনে আসতে থাকে। তাই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থে তরুণদের কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ অধিদফতর আয়োজিত ‘ম্যানিফিয়েস্টো টক: ইয়ুথ, এনভাইরনমেন্ট অ্যান্ড ক্লাইমেট’ শীর্ষক সংলাপে শনিবার (৩১ মে) সকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের ক্ষমতার প্রতি মোহ থেকে সরে আসতে হবে।
রিজওয়ানা বলেন, তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেন কোনো আর্থিক অস্বচ্ছতার অভিযোগ না থাকে, সেটি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের ক্ষমতার প্রতি মোহ থেকে সরে আসতে হবে।