নারায়ণগঞ্জে সজল হত্যা মামলা : আইভীর জামিন নামঞ্জুর

- আপডেট সময় ০৪:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত জুতা শ্রমিক সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
বুধবার (৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দুই পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক ও শুনানি শেষে এ আদেশ দেন। মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই বিকেলে ছাত্র জনতার একটি গণঅভ্যুত্থান চলাকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক জুতা কারখানার শ্রমিক সজল।
এ ঘটনার প্রায় ১০ মাস পর, চলতি বছরের ১৬ মে নিহত সজলের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৬২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভী ৬ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত।
বুধবার মামলার শুনানির দিন আইভীর পক্ষে তার আইনজীবীরা জেলা আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন। আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, “সাবেক মেয়র আইভীর জামিনের জন্য আমরা জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেছিলাম। আদালতে যুক্তি উপস্থাপন করলেও আমরা ন্যায়বিচার পাইনি। তাই উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করব।”
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, “গণঅভ্যুত্থানের সময় সাবেক মেয়র আইভীর নির্দেশেই ছাত্র জনতার ওপর হামলা হয়। সজল হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই শুনানি শেষে আদালত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন।