নিউজিল্যান্ডে বাসের লাগেজ থেকে শিশু উদ্ধার, নারী গ্রেফতার

- আপডেট সময় ১২:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ২৬৪ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের কাইওয়াকা শহরের একটি বাসে লাগেজের ভেতর থেকে দুই বছর বয়সি এক মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
রোববার বাসটি স্টেশনে পৌঁছালে এক যাত্রী তার লাগেজ তুলতে চাইলে বাস চালকের সন্দেহ হয়। তিনি লক্ষ্য করেন, একটি লাগেজ অস্বাভাবিকভাবে নড়ছে। পরে লাগেজটি খুললে শিশুটিকে পাওয়া যায়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ২৭ বছর বয়সি এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শিশুর সঙ্গে নিষ্ঠুর আচরণ করার অভিযোগ আনা হয়েছে।
শিশুটি উদ্ধারের সময় প্রচণ্ড গরমের মধ্যে ছিল, তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানায় পুলিশ। বর্তমানে তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটির সঙ্গে অভিযুক্ত নারীর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে (আজ) সোমবার তাকে নর্থ শোর জেলা আদালতে হাজির করার কথা রয়েছে। তদন্ত চলছে বলেও জানিয়েছে নিউজিল্যান্ড পুলিশ।