ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

    নির্বাচনকে সামনে রেখে আজ থেকে শুরুহচ্ছে পুলিশের বিশেষ প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১১:৪৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫৩ বার পড়া হয়েছে

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে আজ রোববার (৭ সেপ্টেম্বর)। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে সকালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে এ কর্মসূচির আওতায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলাদেশ পুলিশের বর্তমানে ১৩০টি ছোট এবং চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রেই পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনের উপযোগী প্রশিক্ষণ দেওয়া হবে।

    এর আগে গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরে মডিউলভিত্তিক প্রশিক্ষণে ১৫০ জন মাস্টার ট্রেইনার অংশ নেন। ভবিষ্যতে দেশের ১৯টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এক হাজার ২৯২ জন মাস্টার ট্রেইনার বা ‘ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এঁরাই পরবর্তীতে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য মাঠপর্যায়ের দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।

    পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় বাস্তবমুখী মহড়া ও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে সব ট্রেইনারকে। সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে।

    পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন জানান, নির্বাচনী প্রশিক্ষণের অংশ হিসেবে দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি নয় মিনিটের চলচ্চিত্র এবং একটি বুকলেট তৈরি করা হয়েছে। এসব কনটেন্ট প্রশিক্ষণে ব্যবহার করা হবে যাতে পুলিশ সদস্যরা শুধু তত্ত্বগত নয়, বাস্তবভিত্তিক জ্ঞানও অর্জন করতে পারেন।

    নিউজটি শেয়ার করুন

    নির্বাচনকে সামনে রেখে আজ থেকে শুরুহচ্ছে পুলিশের বিশেষ প্রশিক্ষণ

    আপডেট সময় ১১:৪৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে আজ রোববার (৭ সেপ্টেম্বর)। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে সকালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে এ কর্মসূচির আওতায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলাদেশ পুলিশের বর্তমানে ১৩০টি ছোট এবং চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রেই পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনের উপযোগী প্রশিক্ষণ দেওয়া হবে।

    এর আগে গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরে মডিউলভিত্তিক প্রশিক্ষণে ১৫০ জন মাস্টার ট্রেইনার অংশ নেন। ভবিষ্যতে দেশের ১৯টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এক হাজার ২৯২ জন মাস্টার ট্রেইনার বা ‘ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এঁরাই পরবর্তীতে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য মাঠপর্যায়ের দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।

    পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় বাস্তবমুখী মহড়া ও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে সব ট্রেইনারকে। সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে।

    পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন জানান, নির্বাচনী প্রশিক্ষণের অংশ হিসেবে দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি নয় মিনিটের চলচ্চিত্র এবং একটি বুকলেট তৈরি করা হয়েছে। এসব কনটেন্ট প্রশিক্ষণে ব্যবহার করা হবে যাতে পুলিশ সদস্যরা শুধু তত্ত্বগত নয়, বাস্তবভিত্তিক জ্ঞানও অর্জন করতে পারেন।