ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

    নির্বাচনের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
    • / ২৭৭ বার পড়া হয়েছে

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে —এই ধারণাকে ভিত্তি করে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের আগে দুটি মহড়া আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার একটি সেপ্টেম্বরে এবং অন্যটি নির্বাচনের ঠিক আগে অনুষ্ঠিত হবে।

    সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত এক উপদেষ্টা বলেন, নির্বাচনে সহিংসতার আশঙ্কা ধরে নিয়েই আমাদের প্রস্তুতি নিতে হবে। তিনি মহড়া আয়োজন করে বাস্তবসম্মত কৌশল প্রস্তুতের ওপর জোর দেন। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলেও ডাকাতির ঘটনা বেড়েছে, যা নিয়ন্ত্রণে রাখতে বেগ পেতে হচ্ছে। অপরদিকে, ধর্ষণের ঘটনায় যথাযথ গুরুত্ব না দেওয়ার অভিযোগ তোলেন প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারী। তিনি বলেন, “অনেক ধর্ষণের ঘটনা গণমাধ্যমে আসে না, কিন্তু সেগুলো ঘটছে এবং সেগুলোকেও গুরুত্ব দিতে হবে।”

    সভায় জানানো হয়, জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি। র‍্যাবের প্রস্তাবে অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দায়িত্বে থাকবে র‍্যাব ও বিজিবি।
    এছাড়া, ঢাকার রাস্তায় চলাচলরত পুরোনো বাসগুলো ৬ আগস্টের মধ্যে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে তা জুলাই মাসে নির্ধারিত ছিল, তবে রাজনৈতিক ব্যস্ততা এবং নিরাপত্তা বাহিনীর চাপের কারণে সময় পেছানো হয়েছে।
    সভায় মালয়েশিয়ায় ‘উগ্র জঙ্গি আন্দোলন’-এর অভিযোগে গ্রেপ্তার ৩৬ ব্যক্তির বিষয়েও আলোচনা হয়। এদের সবাই বাংলাদেশি নন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাংলাদেশিদের সংখ্যা নির্ধারণে পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে, এ ঘটনা শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলবে না বলেই মত দেন সংশ্লিষ্টরা।

    সভার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হন। সম্প্রতি মরক্কো সফরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পিস্তলের একটি ম্যাগাজিন ধরা পড়ে। এ বিষয়ে তিনি বলেন, “এটা হয়তো অনিচ্ছাকৃত ভুল ছিল। তিনি জানলে তা সঙ্গে নিতেন না।” অনেকে ম্যাগাজিনটিকে একে-৪৭-এর বলে দাবি করলেও উপদেষ্টা জানান, এটি তাঁর লাইসেন্সপ্রাপ্ত পিস্তলের ম্যাগাজিন।

    তিনি আরও বলেন, প্রভাবশালীদের কারণে বিমানবন্দরে নিয়মশৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটে, তবে সবার জন্য সমান আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। সভায় উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, র‍্যাব ডিজি এ কে এম শহিদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।

    নিউজটি শেয়ার করুন

    নির্বাচনের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ

    আপডেট সময় ০১:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে —এই ধারণাকে ভিত্তি করে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের আগে দুটি মহড়া আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার একটি সেপ্টেম্বরে এবং অন্যটি নির্বাচনের ঠিক আগে অনুষ্ঠিত হবে।

    সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত এক উপদেষ্টা বলেন, নির্বাচনে সহিংসতার আশঙ্কা ধরে নিয়েই আমাদের প্রস্তুতি নিতে হবে। তিনি মহড়া আয়োজন করে বাস্তবসম্মত কৌশল প্রস্তুতের ওপর জোর দেন। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলেও ডাকাতির ঘটনা বেড়েছে, যা নিয়ন্ত্রণে রাখতে বেগ পেতে হচ্ছে। অপরদিকে, ধর্ষণের ঘটনায় যথাযথ গুরুত্ব না দেওয়ার অভিযোগ তোলেন প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারী। তিনি বলেন, “অনেক ধর্ষণের ঘটনা গণমাধ্যমে আসে না, কিন্তু সেগুলো ঘটছে এবং সেগুলোকেও গুরুত্ব দিতে হবে।”

    সভায় জানানো হয়, জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি। র‍্যাবের প্রস্তাবে অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দায়িত্বে থাকবে র‍্যাব ও বিজিবি।
    এছাড়া, ঢাকার রাস্তায় চলাচলরত পুরোনো বাসগুলো ৬ আগস্টের মধ্যে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে তা জুলাই মাসে নির্ধারিত ছিল, তবে রাজনৈতিক ব্যস্ততা এবং নিরাপত্তা বাহিনীর চাপের কারণে সময় পেছানো হয়েছে।
    সভায় মালয়েশিয়ায় ‘উগ্র জঙ্গি আন্দোলন’-এর অভিযোগে গ্রেপ্তার ৩৬ ব্যক্তির বিষয়েও আলোচনা হয়। এদের সবাই বাংলাদেশি নন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাংলাদেশিদের সংখ্যা নির্ধারণে পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে, এ ঘটনা শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলবে না বলেই মত দেন সংশ্লিষ্টরা।

    সভার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হন। সম্প্রতি মরক্কো সফরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পিস্তলের একটি ম্যাগাজিন ধরা পড়ে। এ বিষয়ে তিনি বলেন, “এটা হয়তো অনিচ্ছাকৃত ভুল ছিল। তিনি জানলে তা সঙ্গে নিতেন না।” অনেকে ম্যাগাজিনটিকে একে-৪৭-এর বলে দাবি করলেও উপদেষ্টা জানান, এটি তাঁর লাইসেন্সপ্রাপ্ত পিস্তলের ম্যাগাজিন।

    তিনি আরও বলেন, প্রভাবশালীদের কারণে বিমানবন্দরে নিয়মশৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটে, তবে সবার জন্য সমান আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। সভায় উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, র‍্যাব ডিজি এ কে এম শহিদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।