নেতানিয়াহুকে অবিলম্বে পশ্চিমতীর দখলের আহ্বান লিকুদ পার্টির ১৪ মন্ত্রীর

- আপডেট সময় ১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / ২৬৫ বার পড়া হয়েছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাঠানো এক যৌথ চিঠিতে অধিকৃত পশ্চিমতীরকে ইসরায়েলের সঙ্গে পূর্ণভাবে সংযুক্ত করার আহ্বান জানিয়েছেন লিকুদ পার্টির ১৪ জন মন্ত্রী। বুধবার (২ জুলাই) তুর্কি বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এ তথ্য জানায়।
বুধবার রাতে পাঠানো ওই চিঠিতে মন্ত্রীরা দাবি করেন, আগামী ২৭ জুলাই শেষ হতে যাওয়া পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশনের আগেই ‘জুদেয়া ও সামারিয়া’—অর্থাৎ পশ্চিমতীর অঞ্চলে ইসরায়েলের সার্বভৌমত্ব ঘোষণা করা হোক।
উগ্র-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ চিঠিটি প্রকাশ করেন। চিঠিতে বলা হয়, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত সমর্থন রয়েছে, যা পশ্চিমতীর সংযুক্তির জন্য এক উপযুক্ত সময় সৃষ্টি করেছে।
চিঠিতে আরও সতর্ক করে বলা হয়, যদি বসতি এলাকাগুলোর স্বীকৃতি দিয়ে বাকি অঞ্চলে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। চিঠিতে স্বাক্ষরকারী মন্ত্রীদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, জ্বালানিমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, পরিবহনমন্ত্রী, বিচারমন্ত্রী, পর্যটনমন্ত্রী, উদ্ভাবনমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী, প্রবাস-বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী, সামাজিক সাম্যবিষয়ক মন্ত্রী এবং আঞ্চলিক সহযোগিতামন্ত্রী। এছাড়া পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানাও চিঠিতে স্বাক্ষর করেছেন।
এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, পশ্চিমতীর একটি ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ এবং এই অঞ্চলে ইসরায়েলের যেকোনো দখল দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে ধ্বংস করে দেবে। উল্লেখ্য, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল পশ্চিমতীর দখল করে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিমতীরেও দখল ও বসতি নির্মাণ কার্যক্রম বেড়েছে।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে প্রায় ৯৮৮ জন ফিলিস্তিনি নিহত এবং সাত হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।
২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে পশ্চিমতীর ও পূর্ব জেরুসালেমে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে এবং এসব বসতি খালি করার নির্দেশ দেয়।