ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

    পরিস্থিতি নিয়ন্ত্রণে, গোপালগঞ্জে আটক ২৫, স্বরাষ্ট্র উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
    • / ২৫৮ বার পড়া হয়েছে

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার পর জেলার পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

    তিনি জানান, সহিংসতায় জড়িতদের ধরতে চলমান অভিযানে এখন পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে। ঘটনায় আহত ১০ পুলিশ সদস্যের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। অভিযানের সময়সীমা নির্দিষ্ট না হলেও, অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

    গোপালগঞ্জে সহিংসতা ঠেকাতে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল কি না— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দাদের কাছে কিছু তথ্য থাকলেও সহিংসতার মাত্রা এতটা হবে, তা আগাম জানা যায়নি। এ সময় এনসিপি নেতাদের অভিযোগ— আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ধরে রাখতে ব্যর্থ— প্রসঙ্গে তিনি বলেন, “আপনারাও অনেক কথা বলতে পারেন। যার যেটা বক্তব্য, সে সেটা দেবে।”

    তিনি আরও জানান, গতকাল যা ঘটেছে, তা দেশবাসী প্রত্যক্ষ করেছে। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সব ধরনের নির্দেশনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

    উল্লেখ্য, গতকাল বুধবার গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষে চারজন নিহত হন এবং অন্তত নয়জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়, যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বলবৎ থাকবে।

    নিউজটি শেয়ার করুন

    পরিস্থিতি নিয়ন্ত্রণে, গোপালগঞ্জে আটক ২৫, স্বরাষ্ট্র উপদেষ্টা

    আপডেট সময় ০৫:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার পর জেলার পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

    তিনি জানান, সহিংসতায় জড়িতদের ধরতে চলমান অভিযানে এখন পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে। ঘটনায় আহত ১০ পুলিশ সদস্যের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। অভিযানের সময়সীমা নির্দিষ্ট না হলেও, অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

    গোপালগঞ্জে সহিংসতা ঠেকাতে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল কি না— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দাদের কাছে কিছু তথ্য থাকলেও সহিংসতার মাত্রা এতটা হবে, তা আগাম জানা যায়নি। এ সময় এনসিপি নেতাদের অভিযোগ— আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ধরে রাখতে ব্যর্থ— প্রসঙ্গে তিনি বলেন, “আপনারাও অনেক কথা বলতে পারেন। যার যেটা বক্তব্য, সে সেটা দেবে।”

    তিনি আরও জানান, গতকাল যা ঘটেছে, তা দেশবাসী প্রত্যক্ষ করেছে। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সব ধরনের নির্দেশনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

    উল্লেখ্য, গতকাল বুধবার গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষে চারজন নিহত হন এবং অন্তত নয়জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়, যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বলবৎ থাকবে।