ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

    ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা সালাহউদ্দিন

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৭৩ বার পড়া হয়েছে

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ শুভেচ্ছা জানান।

    সালাহউদ্দিন আহমেদ বলেন, “ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের চর্চায় সবাইকে অভিনন্দন জানাতে হয়। অবশ্যই কিছু ত্রুটিবিচ্যুতি ছিল, তবে বহুদিন পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এটাই বড় বিষয়।”

    তিনি আরও বলেন, “আমার মতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরাসরি ডাকসু ভোটে অংশ নেয়নি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন জানাচ্ছি।” বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য শিক্ষাঙ্গনের রাজনীতির গুরুত্ব উল্লেখ করে বলেন, “ডাকসু-চাকসু যেখান থেকেই নেতৃত্ব এসেছে, অনেকেই পরবর্তীতে বড় রাজনীতিবিদ হয়েছেন, আবার কেউ কেউ এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এটাই প্রমাণ করে, শিক্ষাঙ্গনের রাজনীতি জাতীয় রাজনীতির প্রতিফলন।”

    তিনি আরও বলেন, “বড় রাজনৈতিক দলের সমর্থন ছাড়া ডাকসু নির্বাচিত নেতারা রাজনীতিতে খুব একটা ভালো করতে পারেননি। তবে দেশের সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের ইতিহাসে ছাত্র আন্দোলন ও ছাত্র সংসদ সবসময় বড় ভূমিকা রেখেছে।”

    নিউজটি শেয়ার করুন

    ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা সালাহউদ্দিন

    আপডেট সময় ০৫:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ শুভেচ্ছা জানান।

    সালাহউদ্দিন আহমেদ বলেন, “ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের চর্চায় সবাইকে অভিনন্দন জানাতে হয়। অবশ্যই কিছু ত্রুটিবিচ্যুতি ছিল, তবে বহুদিন পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এটাই বড় বিষয়।”

    তিনি আরও বলেন, “আমার মতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরাসরি ডাকসু ভোটে অংশ নেয়নি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন জানাচ্ছি।” বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য শিক্ষাঙ্গনের রাজনীতির গুরুত্ব উল্লেখ করে বলেন, “ডাকসু-চাকসু যেখান থেকেই নেতৃত্ব এসেছে, অনেকেই পরবর্তীতে বড় রাজনীতিবিদ হয়েছেন, আবার কেউ কেউ এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এটাই প্রমাণ করে, শিক্ষাঙ্গনের রাজনীতি জাতীয় রাজনীতির প্রতিফলন।”

    তিনি আরও বলেন, “বড় রাজনৈতিক দলের সমর্থন ছাড়া ডাকসু নির্বাচিত নেতারা রাজনীতিতে খুব একটা ভালো করতে পারেননি। তবে দেশের সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের ইতিহাসে ছাত্র আন্দোলন ও ছাত্র সংসদ সবসময় বড় ভূমিকা রেখেছে।”